Ajker Patrika

দুর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটে কালো রং

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩: ৩৩
দুর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটে কালো রং

বাগেরহাটের সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইটের ওপরের অংশে কালো রং দেওয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ। বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট বিআরটিএ যৌথভাবে এই কর্মসূচি শুরু করেছে।

পরে বিআরটিএ বাগেরহাট সার্কেলের উপপরিচালক মো. মইনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়। সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকশি, বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি অম্বরিশ রায়, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, বাগেরহাট ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবুল হাসান, বিআরটিএ বাগেরহাটের মোটরযান পরিদর্শক ফরহাদ হোসেন, রণজিৎ হালদার, বাগেরহাট সরকারি পিসি কলেজের রোভার স্কাউট লিডার শেখ শামিম হাসান, সিনিয়র গার্ল ইন-রোভার কামিনী সুলতানা, বিএনসিসির ল্যান্স কর্পোরাল শুভ হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত