Ajker Patrika

বাণিজ্য মেলায় যাতায়াতে ভোগান্তি

জয়নাল আবেদীন খান, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৯: ০৬
বাণিজ্য মেলায় যাতায়াতে ভোগান্তি

বাণিজ্য মেলার তৃতীয় দিনে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়লেও যাতায়াতে ভোগান্তি নিয়ে অভিযোগ করেছেন অনেকে। রাস্তার খানাখন্দ আর ধুলায় নাস্তানাবুদ হচ্ছেন ক্রেতা-দর্শনার্থীরা। বাড়তি সুবিধা দিতে মেলার আয়োজক কর্তৃপক্ষ ভেন্যু পরিবর্তন করে রাজধানীর শেরেবাংলা নগরে থেকে পূর্বাচলে স্থানান্তর করলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য তা সুখকর হয়নি।

রাজধানীর বাইরে আয়োজন হওয়ায় যাতায়াতে ভোগান্তির পাশাপাশি ব্যয়ও বেড়েছে। কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মেলাপ্রাঙ্গণে যেতেই সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। আর বিআরটিসি বাসের ভাড়া ৩০ টাকা হলেও সেগুলো সময়মতো ছাড়ে না। এক বাস থেকে পরের বাস ছাড়তে সময় লাগে ৩০-৪০ মিনিট। আর সিএনজি অটোরিকশায় জনপ্রতি ভাড়া নিচ্ছে ১০০ টাকা।

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ পথে রাস্তার উন্নয়নকাজ এখনো চলমান। আন্ডারপাসের কাজ চলমান থাকায় পাঁচটি স্থানে এক লেন রাস্তা চালু রাখা হয়েছে। ওই স্থানগুলোয় নিয়মিত যানজট হচ্ছে। অন্যদিকে প্রায় পুরো রাস্তায় ধুলাবালির জন্য তাকানোই কঠিন।

মোটরসাইকেল নিয়ে রাজধানীর বনশ্রী থেকে মেলাপ্রাঙ্গণে এসেছেন জামিউল মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাস্তা প্রায় পুরোটাই ভাঙা। তার ওপর বাড়তি ময়লা এবং ধুলা। শরীরে ধুলার স্তর জমে গেছে। সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। রাস্তা ঠিক থাকলে কুড়িল থেকে মেলায় পৌঁছতে আধা ঘণ্টা লাগার কথা।

লালবাগ থেকে আসা দর্শনার্থী অনিতা রানী বলেন, ‘এত দূরে জানলে আসতাম না। বিআরটিসির গাড়িতে এসেছি। প্রায় দুই ঘণ্টা লেগেছে। এখানে খরচ এবং ভোগান্তি দুটোই বেশি।’

মানিকনগরের জারিফ বলেন, ‘আমি মেলায় যেতে ভাড়া বাবদ খরচ করেছি ৪০০ টাকা। বিআরটিসি বাস দেরিতে ছাড়বে জেনে সিএনজি অটোরিকশায় মেলায় যাই। আর মেলার কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। রাস্তার অবস্থা এতটাই খারাপ, যা বর্ণনা করার মতো নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত