Ajker Patrika

কবুতর ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫: ৫৯
কবুতর ধরতে গিয়ে   স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠি শহরের রূপনগর এলাকায় কবুতর ধরতে গিয়ে বাড়ির ছাদ থেকে পরে আবদুল্লাহ আল আবিদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। নিহত আবদুল্লাহ আল আবিদের এ বছর ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কথা ছিল। তার বাবা হেমায়েত হোসেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত রয়েছেন।

নিহত আবদুল্লাহ আল আবিদের বড় ভাই আব্দুল্লাহ আর আরাফাতের বন্ধু মুরাদ হোসেন জানান, নিজের পালা একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পরে গুরুতর আহত হয় এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ।

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুল্লাহ আল আবিদের মৃত্যুতে ঝালকাঠি শহরে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বড় ভাই আব্দুল্লাহ আল আরাফাত বলেন, ‘পালিত কবুতর ধরতে গিয়ে পা পিছলে দোতলার ছাদ থেকে পড়ে যায় আবিদ।

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসক জানান, আবিদ আর নেই। চিকিৎসকের বরাত দিয়ে প্রতিবেশী মুরাদ বলেন, ‘মাথায় আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আবিদের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত