Ajker Patrika

প্রার্থী হতে তদবির প্রবাসীদের

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ২০
প্রার্থী হতে তদবির প্রবাসীদের

সিলেটে জাতীয় কিংবা স্থানীয় সব নির্বাচনেই প্রবাসীদের অংশগ্রহণ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও এর ব্যতিক্রম নয়। তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগের মনোনয়ন পেতে তদবির শুরু করেছেন।

বিয়ানীবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে দেশে আসতে শুরু করেছেন প্রবাসীরা। অনেকেই আগাম দেশে এসে শুরু করেছেন গণসংযোগ। তৈরি করেছেন নির্বাচনী ব্যানার ও ফেস্টুন। স্থানীয় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রচার চালিয়ে যাচ্ছেন তাঁরা।

এ প্রসঙ্গে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণা হলে কয়েকটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। প্রবাসীরা নির্বাচনে অংশ নেন, এটা নতুন কোনো বিষয় নয়। দেশে নাগরিক হিসেবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। তবে কোনো প্রবাসী প্রার্থী যাতে টাকা দিয়ে ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে না পারেন, সে বিষয়ে আমরা শক্ত অবস্থানে থাকব।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণার আগে ও পরে মনোনয়ন প্রত্যাশী অনেক প্রবাসী নির্বাচনী মাঠে থাকেন। রাজনৈতিক দল থেকেও অনেকেই পান মনোনয়ন। আবার অনেকেও দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থীও হন।

জানা যায়, নির্বাচনকে সামনে রেখে বিদেশ থেকে দলীয় প্রতীকের জন্য তদবির চালিয়ে যাচ্ছেন অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে কুড়ার বাজার ইউনিয়নে দেখা যাবে বেশ কয়েকজন প্রবাসী প্রার্থী। প্রার্থী হতে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন আলী যাকের সিদ্দীকি, যুক্তরাষ্ট্র থেকে বাহার উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী বদরুজ্জামান। এ ছাড়া একই ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তফসিল ঘোষণার পর তিনিও দেশে আসবেন বলে জানা গেছে।

মাথিউরা ইউপিতে নির্বাচনে অংশ নিতে দেশে এসেছেন যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত