Ajker Patrika

২৯০ পরিবারের মধ্যে গরু বিতরণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ২২
২৯০ পরিবারের মধ্যে গরু বিতরণ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর ২৯০ পরিবারকে পল্লী উন্নয়ন একাডেমির পক্ষ থেকে গরু উপহার দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মির্জা মোস্তফা স্টেডিয়াম মাঠে সুবিধাভোগীর মধ্যে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ বগুড়ার প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, পল্লি উন্নয়ন একাডেমি বগুড়ার উপসহকারী প্রকৌশলী কবির হোসেন প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া ‘কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় এই গরু বিতরণ করা হয়। বিতরণ করা প্রতিটি গরুর দাম ৩৫ থেকে ৩৯ হাজার টাকা।

সুবিধাভোগী শিরিনা বেগম বলেন, ‘বিনা মূল্যে গরু পেয়ে আমি অনেক খুশি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

প্রকল্পের পরিচালক জাহিদুল হক চৌধুরী বলেন, জামালপুরের, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, ইসলামপুরের এই চারটি উপজেলার দরিদ্রদের মধ্যে এই গরু বিতরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২৯০টি গরু বিতরণ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত