Ajker Patrika

সড়কে ময়লার স্তূপ, দুর্ভোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৪: ২৯
সড়কে ময়লার স্তূপ, দুর্ভোগ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট-কাজীরহাট সড়কে ও পাশে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাপড়ে নাক ঢেকে চলতে হচ্ছে পথচারীদের।

সরেজমিনে দেখা যায়, নাজিরহাট-কাজীরহাট সড়কের সুয়াবিল ইটভাটা এলাকায় ময়লা-আবর্জনা ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। আবর্জনাগুলো বিভিন্ন এলাকা থেকে এনে সড়কের পাশে ফেলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কের পাশে রয়েছে নাজিরহাট ডিগ্রি কলেজ, কলেজিয়েট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মাত্র কয়েক শ গজ দূরেই নাজিরহাট বাজার। সড়কটি দিয়ে প্রতিদিন রোগী, শিক্ষার্থী এবং বাজারের কয়েক হাজার মানুষ চলাচল করে। কয়েক মাস ধরে পৌরসভা কর্তৃপক্ষ এখানে ময়লা ফেলছে। ময়লা-আবর্জনার ওপর মশা-মাছি জন্ম নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘পৌরসভা কর্তৃপক্ষের নিজস্ব গাড়ি দিয়ে এনে রাখা হচ্ছে এসব আবর্জনা। প্রশাসনের বড় কর্তা-ব্যক্তিরা এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। অথচ কেউ এর বিরুদ্ধে কোনো কথা বলেন না। এসব বর্জ্য থেকে জীবাণু ছড়িয়ে পড়ছে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।’

সড়কে যাতায়াতকারী চাকরিজীবী মো. জাকারিয়া সিকদার বলেন, ‘এভাবে রাস্তার ওপর ও পাশে ময়লা ফেলে রাখার কোনো মানে হয় না। পৌর কর্তৃপক্ষকে এর দায় নিতে হবে। এগুলো দ্রুত অপসারণ করতে হবে। ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার জন্য আমি পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’

জানা গেছে, নিয়মিত গাড়িতে করে পৌর এলাকা হতে ৬-৭ জন পরিচ্ছন্নতাকর্মী ময়লা সংগ্রহ করে নাজিরহাট-কাজীরহাট সড়কের নির্ধারিত এ স্থানে ফেলে। এসব থেকে সর্বত্রই দুর্গন্ধ ছড়াচ্ছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবীল চৌধুরী বলেন, ‘ফটিকছড়ির প্রধান সড়কের জনগুরুত্বপূর্ণ স্থানেই ফেলে রাখা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে দুর্গন্ধ ও বিভিন্ন রোগজীবাণু ছড়াচ্ছে।’

নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলাহ বলেন, ‘জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কের পাশে আবর্জনা ফেলা হচ্ছে। এগুলো সরাতে জায়গা খোঁজা হচ্ছে। দ্রুত এসব আবর্জনা সরিয়ে ফেলা হবে। তারাও এভাবে এলাকাবাসীকে কষ্ট দিতে চায় না। কিন্তু বিকল্প জায়গা না পাওয়ায় কিছুই করা যাচ্ছে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে আবর্জনা সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত