Ajker Patrika

শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ২৮
শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

পীরগঞ্জের চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজ এবং হাতিবান্ধা উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহীদ মিনার দুটির ভিত্তি স্থাপন করা হয়। লায়ন্স আব্দুস সালাম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে শহীদ মিনার দুটি নির্মাণ করা হবে বলে জানা গেছে। তিনি ঢাকার দোহার আওয়ামী লীগের সাধারণ সদস্য এবং ব্যবসায়ী। সারা দেশে ১০০টি শহীদ মিনার নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন আব্দুস সালাম। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জের ওই দুই প্রতিষ্ঠানে নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনডব্লিউপিএ (জাপান) এর অ্যাম্বাসেডর ব্যবসায়ী ফিরোজ আলম সুমন, চতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক শাহীন, ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা সুদীপ্ত শাহীন ও ফিরোজ মিয়া, ইউনিয়নটির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, অধ্যক্ষ মো. আব্দুর রব প্রধান, হাতিবান্ধা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত