কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং সংরক্ষিত বনাঞ্চলে বৈদ্যুতিক শক দিয়ে আরও একটি বন্য হাতি হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে হারবাং ইউনিয়নে ছড়াখোলা গ্রামে বনের পাশে পুঁতে রাখা হাতিটির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
এর আগে গত মঙ্গলবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় একটি হাতিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
বন বিভাগের চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহীন বিপ্লব বলেন, গতকাল সকালে স্থানীয় লোকজন ও বনকর্মীদের মাধ্যমে জানতে পারি, একটি হাতিকে হত্যা করা হয়েছে। হাতিটি ৫-৬ দিন আগে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। এরপর দুর্বৃত্তরা হাতিটি মাটিতে পুঁতে ফেলে।
বন বিভাগের ঈদগাঁহ রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, খুটাখালীর বনে হাতি হত্যার ঘটনায় পাশের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের টেরিঢেবা ক্ষুদ্র নৃগোষ্ঠীপাড়ার দু অং মার্মার ছেলে মংহ্লা মার্মা (৪২) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাইন্দার বিলের টুম্পাপাড়ার মে মং মার্মার ছেলে অং থোয়াই চিং মার্মার (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর মংহ্লা মার্মাকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বলেন, হাতি দুটির ময়নাতদন্ত করা হয়েছে। এ নিয়ে এক বছরে কক্সবাজারের ৮টি বন্য হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়টি হাতিকে গুলি ও বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যার অভিযোগ রয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে হত্যার শিকার হচ্ছে বন্য হাতি।
বন বিভাগ ও পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর টেকনাফের শালবন পাহাড়ের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি ঝিরিতে একটি বন্য হাতির শাবকের মৃতদেহ পাওয়া যায়। একই এলাকায় ছয় দিন আগে আরও একটি হাতির শাবকের মৃত্যু হয়।
এর আগে ৩১ আগস্ট রামু উপজেলার খুনিয়া পালং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ পেতে আরও একটি হাতি হত্যা করা হয়। গত বছরের নভেম্বর মাসে চকরিয়া ও রামু উপজেলায় দুর্বৃত্তের গুলি ও বৈদ্যুতিক শকে ১২ দিনের মাথায় তিনটি হাতির মৃত্যু হয়েছিল।
বন বিভাগের তথ্য মতে, গত চার বছরে বৈদ্যুতিক শক, চোরাশিকারিদের গুলি ও নানা কারণে কক্সবাজারের ২১টি বন্য হাতির মৃত্যু হয়েছে।
কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন আজকের পত্রিকাকে বলেন, গত চার বছরে তিন উপজেলায় রোহিঙ্গা বসতি, সরকারি প্রতিষ্ঠান তৈরি ও নানাভাবে প্রায় ২০ হাজার একর বনভূমি বেদখল হয়ে গেছে। এতে হাতির আবাসস্থল নষ্ট হয়ে পড়েছে।
সর্বশেষ ২০১৬ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) জরিপে জানা যায়, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় ২৬৮টি এশিয়ান হাতির বসবাস রয়েছে। এই জরিপে হাতি চলাচলের ১২টি করিডর চিহ্নিত করা হয়। এসব করিডর দিয়ে হাতি খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়ায়। এসব করিডর দখল ও স্থাপনা নির্মাণ হওয়ায় হাতির দল আক্রমণাত্মক হয়ে উঠেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বনাঞ্চল উজাড় ও বনভূমি দখল হয়ে যাওয়ায় বন্য হাতি বিপন্ন হয়ে পড়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং সংরক্ষিত বনাঞ্চলে বৈদ্যুতিক শক দিয়ে আরও একটি বন্য হাতি হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে হারবাং ইউনিয়নে ছড়াখোলা গ্রামে বনের পাশে পুঁতে রাখা হাতিটির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
এর আগে গত মঙ্গলবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় একটি হাতিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
বন বিভাগের চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহীন বিপ্লব বলেন, গতকাল সকালে স্থানীয় লোকজন ও বনকর্মীদের মাধ্যমে জানতে পারি, একটি হাতিকে হত্যা করা হয়েছে। হাতিটি ৫-৬ দিন আগে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। এরপর দুর্বৃত্তরা হাতিটি মাটিতে পুঁতে ফেলে।
বন বিভাগের ঈদগাঁহ রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, খুটাখালীর বনে হাতি হত্যার ঘটনায় পাশের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের টেরিঢেবা ক্ষুদ্র নৃগোষ্ঠীপাড়ার দু অং মার্মার ছেলে মংহ্লা মার্মা (৪২) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাইন্দার বিলের টুম্পাপাড়ার মে মং মার্মার ছেলে অং থোয়াই চিং মার্মার (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর মংহ্লা মার্মাকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বলেন, হাতি দুটির ময়নাতদন্ত করা হয়েছে। এ নিয়ে এক বছরে কক্সবাজারের ৮টি বন্য হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়টি হাতিকে গুলি ও বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যার অভিযোগ রয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে হত্যার শিকার হচ্ছে বন্য হাতি।
বন বিভাগ ও পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর টেকনাফের শালবন পাহাড়ের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি ঝিরিতে একটি বন্য হাতির শাবকের মৃতদেহ পাওয়া যায়। একই এলাকায় ছয় দিন আগে আরও একটি হাতির শাবকের মৃত্যু হয়।
এর আগে ৩১ আগস্ট রামু উপজেলার খুনিয়া পালং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ পেতে আরও একটি হাতি হত্যা করা হয়। গত বছরের নভেম্বর মাসে চকরিয়া ও রামু উপজেলায় দুর্বৃত্তের গুলি ও বৈদ্যুতিক শকে ১২ দিনের মাথায় তিনটি হাতির মৃত্যু হয়েছিল।
বন বিভাগের তথ্য মতে, গত চার বছরে বৈদ্যুতিক শক, চোরাশিকারিদের গুলি ও নানা কারণে কক্সবাজারের ২১টি বন্য হাতির মৃত্যু হয়েছে।
কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন আজকের পত্রিকাকে বলেন, গত চার বছরে তিন উপজেলায় রোহিঙ্গা বসতি, সরকারি প্রতিষ্ঠান তৈরি ও নানাভাবে প্রায় ২০ হাজার একর বনভূমি বেদখল হয়ে গেছে। এতে হাতির আবাসস্থল নষ্ট হয়ে পড়েছে।
সর্বশেষ ২০১৬ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) জরিপে জানা যায়, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় ২৬৮টি এশিয়ান হাতির বসবাস রয়েছে। এই জরিপে হাতি চলাচলের ১২টি করিডর চিহ্নিত করা হয়। এসব করিডর দিয়ে হাতি খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়ায়। এসব করিডর দখল ও স্থাপনা নির্মাণ হওয়ায় হাতির দল আক্রমণাত্মক হয়ে উঠেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বনাঞ্চল উজাড় ও বনভূমি দখল হয়ে যাওয়ায় বন্য হাতি বিপন্ন হয়ে পড়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫