Ajker Patrika

অপহরণের ২৪ ঘণ্টা পর সাত জেলে উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৫
অপহরণের ২৪ ঘণ্টা পর সাত জেলে উদ্ধার

জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেদের কেওড়াগাছের সঙ্গে বেঁধে রেখে গভীর জঙ্গলে পালিয়ে যায় দস্যুরা। পরে অপহৃত সাত জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে নোয়াখালী হাতিয়ার তমরদ্দি কোস্টগার্ড ক্যাম্পে উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হাওয়া জেলেরা হলেন ভোলার মনপুরা উপজেলা রহমানপুর গ্রামের মোজাহার ব্যাপারীর ছেলে জাহাঙ্গীর (৩৬), একই এলাকার সোলেমানের ছেলে বাবুল (৪৫), খলিল মাঝির ছেলে ইসমাইল (৩৮), বাসু মাঝির ছেলে বাতেন মাঝি (৪০), মাইন উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২৮), লতিফ সুকানির ছেলে সোহেল (২২) ও মফিজের ছেলে সোহেল (২৫)।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার রাতে নদীতে মাছ শিকারে যান তাঁরা। গভীর রাতে জলদস্যুরা মনপুরার দক্ষিণ পাশে পাতারচরের কাছে তাঁদের আক্রমণ করে। এ সময় চারটি ট্রলার থেকে সাতজনকে অপহরণ করে নিয়ে যায় তারা। ট্রলারে থাকা সব মালামালও লুট করে জলদস্যুরা। পরে হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে চর আতাউরের কেওড়া বাগানে নিয়ে বেঁধে রাখে তাঁদের।

এদিকে জেলেদের মুক্তিপণের জন্য মোবাইলে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জলদস্যুরা। সেই মোবাইল নম্বর ট্রেকিং করে অভিযান চালায় কোস্টগার্ড। গতকাল সকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেদের ফেলে রেখে গভীর বনে পালিয়ে যায় দস্যুরা। পরে তাদের উদ্ধার করে হাতিয়ার তমরদ্দি ক্যাম্পে নিয়ে আসেন কোস্টগার্ডের সদস্যরা।

এ ব্যাপারে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বলেন, অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া সাত জেলেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জেলেদের অপহরণ করা জলদস্যুদের আটক করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত