Ajker Patrika

মজিদপুরে পুলিশ পাহারায় জনসংযোগ

তিতাস প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ০৮
মজিদপুরে  পুলিশ পাহারায় জনসংযোগ

তিতাস উপজেলার ৯ নম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক মিয়া পুলিশ পাহারায় জনসংযোগ করেছেন। গতকাল সোমবার দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বাসিন্দাদের কাছে ভোট চান। মো. ফারুক মিয়া এই ইউপির বর্তমান চেয়ারম্যান।

সকাল ৯টায় ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে মো. ফারুক মিয়া জনসংযোগ শুরু করেন। এরপর চাঁন নাগেরচর, মৌটুপী, মজিদপুর, শাহাবৃদ্দি, কাকিয়াখালি, বালুয়াকান্দি, মোহনপুর, দড়িগাও, দুধঘাটা ও নতুন বাটেরার চর গ্রামে যান তিনি। এ সময় তিনি বাসিন্দাদের কাছে গ্রামের বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান।

প্রার্থী ফারুক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে জনসংযোগ না করতে বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ জন্য পুলিশের সহযোগিতা নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত