Ajker Patrika

নিজ দোকানের সামনে ব্যবসায়ীকে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ৫৫
নিজ দোকানের সামনে ব্যবসায়ীকে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে লতিফ উল্লাহ (৩৬) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চিরিঙ্গার হাইস্কুল সড়কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে। এ সময় তাঁর প্রতিষ্ঠানের টাকা-পয়সাও লুট হয়।

নিহত লতিফ উল্লাহ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুফি পাড়ার ইলিয়াছ সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, হাইস্কুল সড়কের পাশে অবস্থিত লতিফ উল্লাহর মালিকানাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের দোকান। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করছিলেন। এ সময় ৩-৪ দুর্বৃত্ত এসে প্রথমে তাঁর ওপর মরিচের গুঁড়ো ছিটায়। পরে ধারালো অস্ত্র দিয়ে লতিফ উল্লাহকে কুপিয়ে টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করে। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

ওসমান গণি আরও বলেন, টাকা লুট ছাড়াও পূর্বশত্রুতার রয়েছে কি না—এসব বিষয় সামনে রেখে তদন্ত করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত