Ajker Patrika

প্রতীক বরাদ্দের আগেই প্রচার

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ৫২
প্রতীক বরাদ্দের আগেই প্রচার

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রতীকযুক্ত পোস্টারে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন থেকে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলার ১৪ ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য দলের চেয়ারম্যান প্রার্থীরা আচরণবিধি মানছেন। তবে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মানছেন না। তাঁরা প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।

উপজেলার কুকুটিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, শ্যামসিদ্ধিতে উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, আটপাড়ায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মাছুদ ও রাঢ়িখালে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. বারেক খান বারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রতীকের ব্যানার, ফেস্টুনে প্রচার চালানোর অভিযোগ উঠেছে।

গতকাল রোববার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, নৌকার মনোনীত প্রার্থীর কর্মীরা লিফলেট নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন।

কুকুটিয়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন মিন্টু বলেন, ‘আমি তো পোস্টার লাগাইনি। আমার কয়েকজন সমর্থক মোটরসাইকেলে ও গাড়িতে পোস্টার লাগিয়েছে। তাদের পোস্টার তুলে ফেলে দিতে বলতেছি।’

শ্যামসিদ্ধি ইউপির আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম মামুন বলেন, ‘আমি এখনো কোনো ব্যানার, পোস্টার ও হ্যান্ডবিল ছাপাইনি। সমর্থকেরা প্রিন্ট করে হয়তো প্রচার করতে পারে। বিষয়টি ভুল হয়েছে।’

আটপাড়া ইউপির নৌকা প্রতীকের প্রার্থী রাকিবুল হাসান মাছুদ বলেন, ‘লিফলেট ও স্টিকার ছাপানো হয়েছে, তবে কাউকে বিলি করতে দেওয়া হয়নি। আমার কর্মীরা যদি বিলি করে থাকে, আমি এখনই তাদের নিষেধ করে দিচ্ছি।’

রাঢ়িখাল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আ. বারেক খান বারী বলেন, ‘আমি নিজে প্রচার করেছি এমন কোনো প্রমাণ দেখাতে পারলে আমি চেয়ারম্যানি ছেড়ে দেব।’ তপন খান নামে এক ফেসবুক আইডি থেকে প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সে (তপন) বিদেশ থেকে প্রচার চালাচ্ছে। এতে তো আমার কোনো দোষ নেই।’

শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘লিফলেট হাতে নিয়ে প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি আমি অবগত ছিলাম না। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। এমন প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত