Ajker Patrika

সংবাদকর্মীর লাশ দাফন, বাড়িতে মাতম

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ২০: ১৪
সংবাদকর্মীর লাশ দাফন, বাড়িতে মাতম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত সংবাদকর্মী আহসান কবির খানের ঝালকাঠি সদর উপজেলার শিরজুগ গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে বাড়িতে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা-মা ও স্বজনরা।

ঢাকা থেকে গত শুক্রবার বেলা ১২টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে ঝালকাঠির উদ্দেশে রওনা হন নিহতের স্ত্রী, সন্তানসহ পরিবারের লোকজন। লাশবাহী গাড়ি রাত ৮টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপর জানাজা অনুষ্ঠিত হয় কবিরের শ্বশুর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি বাজারে। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় শিরজুগ গ্রামের বাড়িতে। এখানে জানাজা শেষে লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই সংবাদকর্মী জহির ইলিয়াস খান।

কবিরের বাবা আবদুল মান্নান খান বলেন, ‘সিটি করপোরেশনের গাড়ি সাবধানে চালানো উচিত ছিল। একদিন আগে বুয়েটের ছাত্র মারা গেল, এরপরও তাদের শিক্ষা হয়নি। আমার বড় ছেলেটাকেও ওরা মেরে ফেলল। আমি ওই চালকের বিচার দাবি করছি।’

নিহতের ছোট বোন তামান্না আক্তার বলেন, ‘আমার ভাইয়ের মতো সড়ক দুর্ঘটনায় আর যেন একটি মৃত্যুও না হয়। এ ধরনের মৃত্যু একটি পরিবারকে শেষ করে দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত