Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১: ০৪
নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় জমির মালিক বকুল মিয়া ও তাঁর ছেলের বউ নারগিসকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের বাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগপাড়া গ্রামের বকুল মিয়ার ৪৪ শতাংশ জমি দখলের চেষ্টা করেন প্রতিবেশী রাহাদ মিয়া ও কামাল মিয়া। এ ঘটনায় একাধিকবার সালিসও হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। গত ২২ সেপ্টেম্বর বকুল মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে প্রতিপক্ষ যাতে কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে, তার জন্য আদালত নিষেধাজ্ঞা চান। আদালত ১৪৪ ধারা বাস্তবায়ন করার জন্য পাকুন্দিয়া থানাকে নির্দেশ দেন। পাকুন্দিয়া পুলিশ ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু রাহাদ ও কামাল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল মঙ্গলবার জমিতে বাঁশের বেড়া দেন। এ সময় বাঁধা দিলে বকুল মিয়া ও তাঁর ছেলের বউকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকেরা। গুরুতর আহত বকুল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত বকুল মিয়ার ছেলে আকাশ মিয়া তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন।

আকাশ মিয়া বলেন, ‘আমাদের কেনা সম্পত্তি রাহাদ, কামাল ও রিয়াদ দলবল নিয়ে দখল করার জন্য বাঁশের বেড়া দেন। বাঁধা দিলে আমার বাবা ও ভাবিকে পিটিয়ে গুরুতর আহত করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্তদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত কামাল মিয়ার মুঠোফোনে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান টিটু বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকেই বলে দেওয়া হয়েছে। তারপরও মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত