Ajker Patrika

প্রতীক বরাদ্দের আগেই প্রচার, নির্বাচনী অফিস

বাপ্পি শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার)
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ২৪
প্রতীক বরাদ্দের আগেই  প্রচার, নির্বাচনী অফিস

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নির্বাচনী প্রচার ও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কক্সবাজারের চকরিয়ার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীরা তা মানছেন না।

জানা গেছে, তৃতীয় ধাপে এ উপজেলার ১০টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর নির্বাচন হবে। তবে আচরণবিধি লঙ্ঘন করেই সাহারবিল ইউপিতে মোটরসাইকেল শোডাউন, মিছিল ও সমাবেশ করে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহসিন বাবুল ও বিদ্রোহী প্রার্থী নবী হোছাইন।

একই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নবী হোছাইন ২৫ অক্টোবর রামপুর এলাকায় নির্বাচনী অফিস খুলেছেন। এ ছাড়া আরও তিনটি অফিস খুলেছেন তিনি। তফসিল ঘোষণার পর থেকে প্রকাশ্যে ভোটারদের টাকা বিতরণ, মসজিদে অনুদান ও সড়ক উন্নয়ন করে ভোটারদের প্রভাবিত করছেন। নির্বাচনী হলে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের আশ্বাস দিচ্ছেন।

পশ্চিম বড় ভেওলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। গত শুক্রবার সন্ধ্যায় তিন শতাধিক গাড়িবহর নিয়ে তিনি এলাকায় আসেন। তাঁর মোটরসাইকেল মহড়ায় অন্য ইউনিয়নের নেতারাও যোগ দেন। চকরিয়া কলেজ ও পৌর শহরে খোদারকুম এলাকায় তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে একই সময় ঢেমুশিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম মঈন উদ্দীন চৌধুরী, কোনাখালীতে জাফর আলম সিদ্দীকী ও কৈয়ারবিলে জান্নাতুল বকেয়া রেখা গাড়িবহর নিয়ে শোডাউন করে এলাকায় যান। তাঁরা পথে স্থানীয় বাসিন্দাদের হাত নেড়ে অভিবাদন জানান।

এ সময় চকরিয়া পৌর শহর ও বদরখালী সড়কে আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সবাই চরম ভোগান্তিতে পড়ে।

এ ব্যাপারে জানতে মহসিন বাবুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সাহারবিল ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নবী হোছাইন বলেন, ‘আমি নির্বাচনী গণসংযোগে আছি। মূলত কর্মী-সমর্থকেরাই আগেভাগে অফিস খুলেছেন।’

সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, ‘দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে আসার পর দলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে বরণ করেছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীও শোডাউন করেছেন। তাঁর লোকজন আমার গাড়িবহরে ঢিল ছুড়ে মারেন। এতে আমার গাড়ির কাচ ভেঙে গেছে। তবে হাতাহাতির বিষয়টি আমি শুনিনি।’

জাফর আলম সিদ্দীকী বলেন, ‘দলীয় কর্মী-সমর্থকেরা নিজ থেকে খুশি হয়ে আমাকে স্বাগত জানাতে এসেছিলেন। তবে আমি আচরণবিধির বিষয়টি মাথায় রেখে তাঁদের আগে পাঠিয়ে দিয়ে পরে কয়েকজন নিয়ে এলাকায় এসেছি।’

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (পশ্চিম বড় ভেওলা, সাহারবিল এবং কৈয়ারবিল) মো. শহিদুল ইসলাম বলেন, ‘যাঁরা আচরণবিধি লঙ্ঘন করছে তাঁদের সতর্ক করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত