নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীতপ্রধান দেশের তাপমাত্রা বেশির ভাগ সময়েই কৃষিকাজের অনুকূলে থাকে না। এসব দেশে বিশেষ ধরনের কাচের তৈরি ঘরে কৃত্রিম উষ্ণ পরিবেশে চাষাবাদ করা হয়। এই কাচের তৈরি ঘরগুলো ‘গ্রিন হাউস’ নামে পরিচিত।
বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলনে সুবিধার্থে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে বসতে যাচ্ছে গ্রিন হাউস ইনডোর। এটি অবশ্য সবার আগে প্রতিষ্ঠা করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ক্রিকেটও এর ব্যবহার দেখা যায়। প্রতিকূল আবহাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন নির্বিঘ্ন রাখতেই এটি ব্যবহার হয়।
বাংলাদেশে বৃষ্টির প্রাবল্য থাকে বছরের অর্ধেকেরও বেশি সময়। ওই সময় ক্রিকেটারদের অনুশীলনে বেগ পেতে হয়। এর সমাধানে বিসিবিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পথে হাঁটছে। মিরপুরে একাডেমি মাঠের এক প্রান্তে ৩০ মিটার প্রশস্ত ও ৭৫ মিটার লম্বা জায়গাজুড়ে গ্রিন হাউস স্থাপনের পরিকল্পনা করছে বিসিবি।
গতকাল বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব উল আনাম সাংবাদিকদের বলেছেন, ‘গ্রিন হাউস এফেক্টের যে অনুশীলন সুবিধা, এ বছরের মধ্যে একাডেমিতে সেরকম স্থাপন করতে যাচ্ছি। উত্তর-দক্ষিণ দিক মিলিয়েআমরা ১৮-২০টি উইকেটের মধ্যে আনব। এই উইকেটে ভরা বর্ষায়ও স্বাভাবিকভাবে খেলা যাবে। এটি জুনের মধ্যেই হয়ে যাবে।’
গ্রিন হাউসের সুযোগ-সুবিধা নিয়ে মাহবুব আনাম বলেন, ‘এটি একপ্রকার ইনডোর সুবিধা বলা যায়। তবে বর্ষা না থাকলে পর্দা খুলে নেওয়া যাবে। আর বর্ষায় পর্দা টেনে অনুশীলন করা যাবে। বর্ষার সময় আমাদের ইনডোর ছাড়া আর খুব একটা অনুশীলনের জায়গা থাকে না। প্রয়োজনীয় জিনিসগুলো আগামী মার্চের শেষ দিক থেকে শুরু করে এপ্রিলের মধ্যে চলে আসবে।’ গ্রিন হাউস স্থাপনে সব মিলিয়ে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা লাগতে পারে জানিয়েছে বিসিবি।
শীতপ্রধান দেশের তাপমাত্রা বেশির ভাগ সময়েই কৃষিকাজের অনুকূলে থাকে না। এসব দেশে বিশেষ ধরনের কাচের তৈরি ঘরে কৃত্রিম উষ্ণ পরিবেশে চাষাবাদ করা হয়। এই কাচের তৈরি ঘরগুলো ‘গ্রিন হাউস’ নামে পরিচিত।
বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলনে সুবিধার্থে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে বসতে যাচ্ছে গ্রিন হাউস ইনডোর। এটি অবশ্য সবার আগে প্রতিষ্ঠা করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ক্রিকেটও এর ব্যবহার দেখা যায়। প্রতিকূল আবহাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন নির্বিঘ্ন রাখতেই এটি ব্যবহার হয়।
বাংলাদেশে বৃষ্টির প্রাবল্য থাকে বছরের অর্ধেকেরও বেশি সময়। ওই সময় ক্রিকেটারদের অনুশীলনে বেগ পেতে হয়। এর সমাধানে বিসিবিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পথে হাঁটছে। মিরপুরে একাডেমি মাঠের এক প্রান্তে ৩০ মিটার প্রশস্ত ও ৭৫ মিটার লম্বা জায়গাজুড়ে গ্রিন হাউস স্থাপনের পরিকল্পনা করছে বিসিবি।
গতকাল বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব উল আনাম সাংবাদিকদের বলেছেন, ‘গ্রিন হাউস এফেক্টের যে অনুশীলন সুবিধা, এ বছরের মধ্যে একাডেমিতে সেরকম স্থাপন করতে যাচ্ছি। উত্তর-দক্ষিণ দিক মিলিয়েআমরা ১৮-২০টি উইকেটের মধ্যে আনব। এই উইকেটে ভরা বর্ষায়ও স্বাভাবিকভাবে খেলা যাবে। এটি জুনের মধ্যেই হয়ে যাবে।’
গ্রিন হাউসের সুযোগ-সুবিধা নিয়ে মাহবুব আনাম বলেন, ‘এটি একপ্রকার ইনডোর সুবিধা বলা যায়। তবে বর্ষা না থাকলে পর্দা খুলে নেওয়া যাবে। আর বর্ষায় পর্দা টেনে অনুশীলন করা যাবে। বর্ষার সময় আমাদের ইনডোর ছাড়া আর খুব একটা অনুশীলনের জায়গা থাকে না। প্রয়োজনীয় জিনিসগুলো আগামী মার্চের শেষ দিক থেকে শুরু করে এপ্রিলের মধ্যে চলে আসবে।’ গ্রিন হাউস স্থাপনে সব মিলিয়ে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা লাগতে পারে জানিয়েছে বিসিবি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫