Ajker Patrika

কক্সবাজারে দুদকের আনুষ্ঠানিক যাত্রা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ৫৬
কক্সবাজারে দুদকের আনুষ্ঠানিক যাত্রা

‘ঘুষ ও দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী। দুর্নীতি শতভাগ দমন না হলেও যেন কমে আসে, এটাই আমাদের প্রত্যাশা। সারা বিশ্বে দুর্নীতি নির্মূল হয়ে যায়নি। দুর্নীতি এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আমরা যেন সহনীয় পর্যায়ে থাকি।’

গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে সমন্বিত জেলা (কক্সবাজার ও বান্দরবান) এর অস্থায়ী দুদক কার্যালয় উদ্বোধনকালে এসব বলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক।

দুদক কমিশনার আরও বলেন, ‘প্রাথমিকভাবে এখানে বান্দরবান ও কক্সবাজারের কার্যক্রম চলবে। পরে এটি কক্সবাজার জেলা কার্যালয়ে রূপান্তর করা হবে।’ আগে চট্টগ্রাম থেকে এসে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হতো। এখন এ কার্যালয়ের মাধ্যমে সহজে মামলার তদন্ত শেষ করতে পারবে দুদক।

জানা গেছে, কক্সবাজারে বড় বড় উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলা করেছে দুদক। সেগুলো এখন চলমান রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দুদকের কার্যক্রম গতিশীল করতে প্রাথমিকভাবে সাতজন কর্মকর্তাকে নিয়ে সমন্বিত এই কার্যালয় চালু করা হয়েছে।

দুদক কার্যালয় উদ্বোধনকালে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জাকির হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, দুদকের চট্টগ্রাম বিভাগীয় মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত