Ajker Patrika

পাকিস্তানে তৈরি হচ্ছে প্লাস্টিকের রাস্তা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২২: ২০
পাকিস্তানে তৈরি হচ্ছে প্লাস্টিকের রাস্তা

প্রথমবারের মতো প্লাস্টিক-কার্পেটিং করা হচ্ছে পাকিস্তানে। দেশটির রাজধানী ইসলামাবাদের আতাতুর্ক অ্যাভিনিউয়ে 'ওয়ার্ল্ড উইদাউট প্লাস্টিক' প্রোগ্রামের একটি মেগা প্রকল্পের আওতায় এই রাস্তা হচ্ছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বর্জ্যমুক্ত বিশ্ব তৈরির উদ্দেশে  ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথোরিটি (সিডিএ) এবং টিমআপ/ন্যাশনাল ইনকিউবেশন সেন্টারের (এনআইসি) সঙ্গে কোকা-কোলা পাকিস্তান ও আফগানিস্তান একত্রিত হয়ে কাজ করছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়,  দেশটির জাতীয় সড়কগুলোকে প্লাস্টিক-কার্পেটিংয়ের এ প্রকল্পে রাস্তা নির্মাণ সামগ্রী মিশ্রিত ৮ টন প্লাস্টিক ব্যবহার করা হবে। মূলত, ব্যবহৃত পিইটি বোতল (পলিইথিলিন টেরেফথালেট) ব্যবহার করা হবে প্রকল্পটিতে। 

প্রকল্প কর্তৃপক্ষের মতে, পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি স্থায়িত্ব ও খরচের যথাযথ কার্যকারিতার ক্ষেত্রে একটি মডেল হিসেবে বিবেচিত হবে এ সড়ক। 

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, পুনর্ব্যবহৃত পিইটি বর্জ্যকে একটি চলমান প্লাস্টিক অর্থনীতির অংশ হতে সাহায্য করার পাশাপাশি পরিবেশে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে এটি। প্লাস্টিক-কার্পেটিং করা সড়কগুলো সাধারণ সড়কের তুলনায় প্রায় দ্বিগুণ দীর্ঘস্থায়ী এবং ৫১ শতাংশ শক্তিশালী। 

কোকা-কোলা পাকিস্তান-আফগানিস্তানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার ফাহাদ আশরাফ বলেন, নতুন এ প্রকল্প উৎপাদনশীল অর্থনীতিতে প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করার একটি যুগান্তকারী সমাধান হিসেবে কাজ করবে। এই ধারণা ও উদ্ভাবনকে ঘিরে একটি কমিউনিটি গড়ে তোলার দিকে মনোনিবেশ করতে চাই আমরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত