প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে পড়ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রবি ও সোমবার ব্যাংককের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের ১৯টি প্রদেশে তাপমাত্রা আরও কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের যেসব প্রদেশে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সেগুলো হলো—মায় হং সন, চিয়াং মাই, লামফুন, লাম্পাং, নান, ফ্রা, তাক, সুকোথাই, ফিতসানুলক, ফেচাবুন, কামফায়েং ফেট, ফিচিট এবং নাখোন সাওয়ান। উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোর মধ্যে রয়েছে লোই, নং খাই, বুঙ কান, উদন থানী, নং বুয়া লাম ফু এবং নাখোন রাতচাসিমা।
ব্যাংকক এবং এর আশপাশের অঞ্চলে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা থাকে ২১ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছেন রাংসিত বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ কেন্দ্র।
তবে বিশ্ববিদ্যালয় বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে ব্যাংককে এমন শীতল আবহাওয়া আর নাও দেখা দিতে পারে। তবে শীতকাল নিয়ে আসা এই ঠান্ডা আবহাওয়ার সঙ্গে ধোঁয়া এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট ক্ষতিকর ধূলিকণা দূষণের আশঙ্কা রয়েছে।
প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে পড়ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রবি ও সোমবার ব্যাংককের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের ১৯টি প্রদেশে তাপমাত্রা আরও কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের যেসব প্রদেশে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সেগুলো হলো—মায় হং সন, চিয়াং মাই, লামফুন, লাম্পাং, নান, ফ্রা, তাক, সুকোথাই, ফিতসানুলক, ফেচাবুন, কামফায়েং ফেট, ফিচিট এবং নাখোন সাওয়ান। উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোর মধ্যে রয়েছে লোই, নং খাই, বুঙ কান, উদন থানী, নং বুয়া লাম ফু এবং নাখোন রাতচাসিমা।
ব্যাংকক এবং এর আশপাশের অঞ্চলে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা থাকে ২১ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছেন রাংসিত বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ কেন্দ্র।
তবে বিশ্ববিদ্যালয় বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে ব্যাংককে এমন শীতল আবহাওয়া আর নাও দেখা দিতে পারে। তবে শীতকাল নিয়ে আসা এই ঠান্ডা আবহাওয়ার সঙ্গে ধোঁয়া এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট ক্ষতিকর ধূলিকণা দূষণের আশঙ্কা রয়েছে।
আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
২১ ঘণ্টা আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
২১ ঘণ্টা আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগেআজ দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার কোথাও বৃষ্টিপাত হয়নি।
২ দিন আগে