মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে রৌমারী বিল। ঋতুর সঙ্গে এই বিলেও দেখা মেলে রূপ বদলের বৈচিত্র্য। বর্ষাকালে জলে টইটুম্বুর চারপাশ, নৌকায় চড়ে ভেসে উপভোগ করতে পারবেন এই বিলের প্রকৃত সৌন্দর্য। এই দর্শনীয় স্থানটি ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।
মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকায় রৌমারী বিলের অবস্থান। জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড় থেকে সিএনজি বা অটোরিকশায় ভাড়া ৪৫ টাকা।
সরেজমিনে দেখা যায়, বিলের থইথই পানির বুক চিরে চলে গেছে পিচঢালা আধা পাকা সড়ক। আকাশে সাদা মেঘের ভেলা। পড়ন্ত বিকেলে বিলের মাঝখান দিয়ে চলা সড়কপথটি যেন ব্যস্ত হয়ে ওঠে দর্শনার্থীদের আনাগোনায়। সড়কপথে বিশুদ্ধ বাতাস, এই পথটা মোটরসাইকেলে চড়ে চলে যাওয়াটাও বেশ রোমাঞ্চকর।
এই বিলে একেক ঋতুতে একেক চিত্র। বছরের ছয় মাস বিলটি পানির নিচে থাকে আর বাকি ছয় মাস থাকে শুষ্ক ফসলি জমি। বিলে শীত ও বর্ষা মৌসুমে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ লক্ষ করা যায়। তবে বর্ষায় এর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ্য।
বিলের বুকে নৌকা নিয়েও ঘুরতে পারবেন। সড়কের পাশেই নৌকা ভাড়া পাওয়া যায়। নৌকাভ্রমণের খরচও বেশ কম। বিলে ঘুরতে গেলে দর্শনীয় স্থানের মধ্যে গান্ধী আশ্রমে ঘুরে আসতে পারেন। কেননা, গান্ধী আশ্রম এই বিলের পাশেই অবস্থিত। নৌকা কিংবা সড়কপথে মাত্র ১০ মিনিট সময় লাগবে গান্ধী আশ্রমে পৌঁছাতে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল রহমান বলেন, রৌমারি বিল ১০০ বছরের পুরোনো, এই বিলের পূর্ব নাম ছিল রৌমারি টুপকার চর বিল। এই বিলে শীতের সময় বহু অতিথি পাখি আসত, যা এখন আর দেখা যায় না। চৈত্র-পৌষ-মাঘ মাসে বহু মাছ পাওয়া যেত, বহু দূর-দূূরান্ত থেকে মানুষ এসে মাছ শিকার করত।
বাগবাড়ী এলাকার মাঝি শহিদুল ইসলাম বলেন, এই বিলে প্রায়ই আমরা মাছ ধরি, বিলে প্রায়ই সাত মাস পানি থাকে, পরে আবার শুকিয়ে যায়। বিল শুকিয়ে গেলে সরিষাসহ বিভিন্ন রকমের ফসল ফলান কৃষকেরা।
বিলের সৌন্দর্য উপভোগ করতে মুস্তাকিম রহমান বলেন, `শহর থেকে এখানে ঘুরতে এসেছি, খুব ভালো লাগল। বিকেলে নৌকায় ঘুরে বেড়াতে খুবই ভালো লাগল।'
উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, বিলটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। মির্জা আজম এমপি এই বিলের নকশা প্রস্তুতসহ সরেজমিন পরিদর্শন করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য ঠিক রেখে মেলান্দহের (টুপকারচর) রৌমারি বিলে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে।
জামালপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে রৌমারী বিল। ঋতুর সঙ্গে এই বিলেও দেখা মেলে রূপ বদলের বৈচিত্র্য। বর্ষাকালে জলে টইটুম্বুর চারপাশ, নৌকায় চড়ে ভেসে উপভোগ করতে পারবেন এই বিলের প্রকৃত সৌন্দর্য। এই দর্শনীয় স্থানটি ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।
মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকায় রৌমারী বিলের অবস্থান। জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড় থেকে সিএনজি বা অটোরিকশায় ভাড়া ৪৫ টাকা।
সরেজমিনে দেখা যায়, বিলের থইথই পানির বুক চিরে চলে গেছে পিচঢালা আধা পাকা সড়ক। আকাশে সাদা মেঘের ভেলা। পড়ন্ত বিকেলে বিলের মাঝখান দিয়ে চলা সড়কপথটি যেন ব্যস্ত হয়ে ওঠে দর্শনার্থীদের আনাগোনায়। সড়কপথে বিশুদ্ধ বাতাস, এই পথটা মোটরসাইকেলে চড়ে চলে যাওয়াটাও বেশ রোমাঞ্চকর।
এই বিলে একেক ঋতুতে একেক চিত্র। বছরের ছয় মাস বিলটি পানির নিচে থাকে আর বাকি ছয় মাস থাকে শুষ্ক ফসলি জমি। বিলে শীত ও বর্ষা মৌসুমে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ লক্ষ করা যায়। তবে বর্ষায় এর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ্য।
বিলের বুকে নৌকা নিয়েও ঘুরতে পারবেন। সড়কের পাশেই নৌকা ভাড়া পাওয়া যায়। নৌকাভ্রমণের খরচও বেশ কম। বিলে ঘুরতে গেলে দর্শনীয় স্থানের মধ্যে গান্ধী আশ্রমে ঘুরে আসতে পারেন। কেননা, গান্ধী আশ্রম এই বিলের পাশেই অবস্থিত। নৌকা কিংবা সড়কপথে মাত্র ১০ মিনিট সময় লাগবে গান্ধী আশ্রমে পৌঁছাতে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল রহমান বলেন, রৌমারি বিল ১০০ বছরের পুরোনো, এই বিলের পূর্ব নাম ছিল রৌমারি টুপকার চর বিল। এই বিলে শীতের সময় বহু অতিথি পাখি আসত, যা এখন আর দেখা যায় না। চৈত্র-পৌষ-মাঘ মাসে বহু মাছ পাওয়া যেত, বহু দূর-দূূরান্ত থেকে মানুষ এসে মাছ শিকার করত।
বাগবাড়ী এলাকার মাঝি শহিদুল ইসলাম বলেন, এই বিলে প্রায়ই আমরা মাছ ধরি, বিলে প্রায়ই সাত মাস পানি থাকে, পরে আবার শুকিয়ে যায়। বিল শুকিয়ে গেলে সরিষাসহ বিভিন্ন রকমের ফসল ফলান কৃষকেরা।
বিলের সৌন্দর্য উপভোগ করতে মুস্তাকিম রহমান বলেন, `শহর থেকে এখানে ঘুরতে এসেছি, খুব ভালো লাগল। বিকেলে নৌকায় ঘুরে বেড়াতে খুবই ভালো লাগল।'
উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, বিলটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। মির্জা আজম এমপি এই বিলের নকশা প্রস্তুতসহ সরেজমিন পরিদর্শন করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য ঠিক রেখে মেলান্দহের (টুপকারচর) রৌমারি বিলে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে।
আজ বৃহস্পতিবার বজ্রপাত নিয়ে কিছু সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১ মে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার...
১৪ ঘণ্টা আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ–এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ...
১৭ ঘণ্টা আগেবাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
২ দিন আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
৩ দিন আগে