Ajker Patrika

আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ পালিত 

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৬: ৩৪
আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ পালিত 

আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ‘সিসাদূষণ সমাধানে, আমরা আছি একসাথে’ প্রতিপাদ্যে সচেতনতামূলক শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সিসদূষণ প্রতিরোধের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শতাধিক ছাত্রছাত্রী, গার্লস গাইডের প্রতিনিধি, এনজিওকর্মী, যুব ক্লাব ও স্বেচ্ছাসেবক দল অংশ নেয়। 

মানববন্ধনে পিওর আর্থের কান্ট্রি ডিরেক্টর ড. মাহফুজার রহমান বলেন, ‘আমাদের সরকারের সঙ্গে মিলে কাজ করতে হবে। কারণ আমরা হলুদের মতো ভোগ্যপণ্যে সিসা খুঁজে পেয়েছি। আবার পুরোনো ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারির রিসাইক্লিং কারখানাগুলো সিসাদূষণের সবচেয়ে বড় উৎস। যেখানে নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়াতে হবে। অন্যদিকে, যুবসমাজ হচ্ছে ভবিষ্যতের সঙ্গে আমাদের সেতুবন্ধের মতো। তারা একসময় নেতৃস্থানীয় পর্যায়ে যাবে। এই পরিবর্তনে তাদের সম্পৃক্ত করতে হবে, যাতে তারা সমস্যা সমাধানে উদ্যোগী হয়।’ 

কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, সিসাদূষিত দেশের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দেশের প্রায় ৩ কোটি বাংলাদেশি শিশুর রক্তে উচ্চমাত্রার সিসা রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শিশুদের জন্য ক্ষতিকর। এটি মস্তিষ্কের ক্ষতি করে এবং বুদ্ধিমত্তা কমিয়ে দেয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন এসডোর সাধারণ সম্পাদক ও পরিবেশবিদ ড. শাহরিয়ার হোসেন, আইসিডিডিআর,বির প্রকল্প সমন্বয়কারী ড. মাহবুবুর রহমান এবং ইউনিসেফ বাংলাদেশের কনসালট্যান্ট দিদারুল আলম। 

মানববন্ধনের আয়োজন করে ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস), ইউনিসেফ, আইসিডিডিআর,বি এবং আইইডিসিআরের সহযোগিতায় পিওর আর্থ বাংলাদেশ ও এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত