মানব সভ্যতা যত এগিয়ে যাচ্ছে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। অনেক প্রজাতি ইতিমধ্যেই বিলীন হয়েছে। আবার, অনেকে আছে বিলুপ্তির শঙ্কায়। বিরল এসব জীবের সংখ্যার সঠিক হিসাব জানা থাকলেও জানা নেই বিস্তারিত কোনো তথ্য। এতে করে এগুলোকে বিলুপ্তি থেকে মুক্তি দিতে নেওয়া যাচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। এবার, এসব প্রাণী ও গাছ রক্ষায় নতুন ‘টুল বা পরিমাপক’ বের করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন।
বিশ্বের ১৭১টি প্রতিষ্ঠানের ২০০ জনের বেশি বিজ্ঞানীর ১০ বছরের আপ্রাণ চেষ্টায় ‘আইইউসিএন গ্রিন স্ট্যাটাস অব স্পেসিস’ নামক এ পরিমাপক বের করা হয়েছে। এতে বিপন্নের পথে থাকা প্রাণী ও উদ্ভিদের ব্যাপারে থাকবে বিস্তারিত তথ্য। বিলীন হয়ে যাওয়ার জন্য আর কত দিন বাকি আছে, শঙ্কা কেটে যেতে কতগুলো প্রজাতি লাগবে, কত দিন লাগাত তা পূরণ হবে, এদের স্বাস্থ্যগত অবস্থা কী-এসব ব্যাপারে লেখা থাকবে। ‘কনজারভেশন বায়োলজি’ নামক এক জার্নালে ইতিমধ্যেই ১৮১টি প্রজাতির তথ্য প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ‘গোলাপি কবুতর’, ‘ধূসর নেকড়ে’ এবং ‘কান্দেলিয়া ওবোভাটা’ গাছ।
গবেষক দলের প্রধান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মলি গ্রেস জানান, ‘হুমকিতে থাকা সব প্রজাতির একটি পূর্ণাঙ্গ চিত্র থাকবে নতুন এই পরিমাপকে। এ ক্ষেত্রে বজায় রাখা হবে স্বতন্ত্র ধারা। কেননা একেক জীবের টিকে থাকার ধরন একেক রকম। ইতিবাচক খবর হচ্ছে, এটি চালু করার সময়েই আমরা দেখেছি বিলুপ্তি থেকে মুক্তি পেয়েছে ড্রাগনফ্লাই নামক এক ধরনের ফড়িং। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ নীতিও দারুণভাবে কাজ করেছে।’
মানব সভ্যতা যত এগিয়ে যাচ্ছে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। অনেক প্রজাতি ইতিমধ্যেই বিলীন হয়েছে। আবার, অনেকে আছে বিলুপ্তির শঙ্কায়। বিরল এসব জীবের সংখ্যার সঠিক হিসাব জানা থাকলেও জানা নেই বিস্তারিত কোনো তথ্য। এতে করে এগুলোকে বিলুপ্তি থেকে মুক্তি দিতে নেওয়া যাচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। এবার, এসব প্রাণী ও গাছ রক্ষায় নতুন ‘টুল বা পরিমাপক’ বের করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন।
বিশ্বের ১৭১টি প্রতিষ্ঠানের ২০০ জনের বেশি বিজ্ঞানীর ১০ বছরের আপ্রাণ চেষ্টায় ‘আইইউসিএন গ্রিন স্ট্যাটাস অব স্পেসিস’ নামক এ পরিমাপক বের করা হয়েছে। এতে বিপন্নের পথে থাকা প্রাণী ও উদ্ভিদের ব্যাপারে থাকবে বিস্তারিত তথ্য। বিলীন হয়ে যাওয়ার জন্য আর কত দিন বাকি আছে, শঙ্কা কেটে যেতে কতগুলো প্রজাতি লাগবে, কত দিন লাগাত তা পূরণ হবে, এদের স্বাস্থ্যগত অবস্থা কী-এসব ব্যাপারে লেখা থাকবে। ‘কনজারভেশন বায়োলজি’ নামক এক জার্নালে ইতিমধ্যেই ১৮১টি প্রজাতির তথ্য প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ‘গোলাপি কবুতর’, ‘ধূসর নেকড়ে’ এবং ‘কান্দেলিয়া ওবোভাটা’ গাছ।
গবেষক দলের প্রধান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মলি গ্রেস জানান, ‘হুমকিতে থাকা সব প্রজাতির একটি পূর্ণাঙ্গ চিত্র থাকবে নতুন এই পরিমাপকে। এ ক্ষেত্রে বজায় রাখা হবে স্বতন্ত্র ধারা। কেননা একেক জীবের টিকে থাকার ধরন একেক রকম। ইতিবাচক খবর হচ্ছে, এটি চালু করার সময়েই আমরা দেখেছি বিলুপ্তি থেকে মুক্তি পেয়েছে ড্রাগনফ্লাই নামক এক ধরনের ফড়িং। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ নীতিও দারুণভাবে কাজ করেছে।’
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
১০ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগে