ঢাকা: মারা গেলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের সংগঠক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদ। রোববার (২৩ মে) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকা থিয়েটারের হয়ে তাঁর নাট্যযাত্রা শুরু, পরে তিনি গড়ে তোলেন মহাকাল নাট্য সম্প্রদায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সক্রিয় সংগঠক হিসেবে ছিলেন মাহমুদ। তাঁর ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পথনাটক পরিষদ। চলচ্চিত্র সংসদ ‘সিনে আর্ট সার্কেল’–এর প্রতিষ্ঠাকালীন কর্মী, সময় নাট্যদল ও মহাকাল নাট্যসম্প্রদায়ের অন্যতম সংগঠক ছিলেন।
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাইফুল ইসলাম মাহমুদ। তিনি ছিলেন কৃতী অভিনেতা মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের মেজো ভাই। সংস্কৃতিকর্মী কামাল আহমেদ তাঁকে স্বরণ করে বলেন, ‘এই তো গত বছর মাহমুদ ভাইয়ের শ্বশুর টরন্টোতে মারা গেলেন, এখন তিনিও চলে গেলেন। সালটা ১৯৮৫–৮৬ হবে, ঠিক মনে নেই। ঢাকা থিয়েটার গিয়েছিল পাবনাতে কিত্তনখোলা নাটকের শো করতে। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের সঙ্গে যুক্ত। কিত্তনখোলা নাটকটি দেখার জন্য আমরা বেশ কয়েকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাবনা গিয়েছিলাম। গিয়ে দেখি কোনো টিকিট নেই। আমাদের নেতা তপন দাশ বলতে থাকলেন, আমরা নাট্যকমী, এত দূর থেকে এসেছি। আর আমরাই নাটকটা দেখতে পারব না। আমাদের কথাগুলো একটু চিৎকার করে বলার মতো হয়েছিল। তখন দেখলাম একজন লোক, মুখে হালকা দাড়ি, শান্ত গলায় জানতে চাইলেন, সমস্যাটা কী? তপন দা অনুশীলন নাট্যদলের পরিচয় দিয়ে আগের কথাগুলো আবারও বললেন। উনি বললেন, একটু অপেক্ষা করুন দেখি কী করা যায়। দুই মিনিটের মধ্যে উনি ফিরে এলেন এবং আমাদের হলে বসার ব্যবস্থা করে দিলেন।’
কামাল আহমেদ বলেন, ‘ঢাকায় আসার পর দেখলাম সেই ব্যক্তিই মাহমুদ ভাই। পথনাটক পরিষদ গঠনে আমরা একসঙ্গে কাজ করেছি। মাঝেমধ্যে পাবনার সেই ঘটনার কথা মনে করে হাসতাম। শান্ত–ধীর স্বভাবের মাহমুদ ভাই সব সময় থিয়েটারের জন্য কাজ করে গেছেন। গভীর শ্রদ্ধা জানাই তাঁকে।
ঢাকা: মারা গেলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের সংগঠক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদ। রোববার (২৩ মে) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকা থিয়েটারের হয়ে তাঁর নাট্যযাত্রা শুরু, পরে তিনি গড়ে তোলেন মহাকাল নাট্য সম্প্রদায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সক্রিয় সংগঠক হিসেবে ছিলেন মাহমুদ। তাঁর ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পথনাটক পরিষদ। চলচ্চিত্র সংসদ ‘সিনে আর্ট সার্কেল’–এর প্রতিষ্ঠাকালীন কর্মী, সময় নাট্যদল ও মহাকাল নাট্যসম্প্রদায়ের অন্যতম সংগঠক ছিলেন।
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাইফুল ইসলাম মাহমুদ। তিনি ছিলেন কৃতী অভিনেতা মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের মেজো ভাই। সংস্কৃতিকর্মী কামাল আহমেদ তাঁকে স্বরণ করে বলেন, ‘এই তো গত বছর মাহমুদ ভাইয়ের শ্বশুর টরন্টোতে মারা গেলেন, এখন তিনিও চলে গেলেন। সালটা ১৯৮৫–৮৬ হবে, ঠিক মনে নেই। ঢাকা থিয়েটার গিয়েছিল পাবনাতে কিত্তনখোলা নাটকের শো করতে। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের সঙ্গে যুক্ত। কিত্তনখোলা নাটকটি দেখার জন্য আমরা বেশ কয়েকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাবনা গিয়েছিলাম। গিয়ে দেখি কোনো টিকিট নেই। আমাদের নেতা তপন দাশ বলতে থাকলেন, আমরা নাট্যকমী, এত দূর থেকে এসেছি। আর আমরাই নাটকটা দেখতে পারব না। আমাদের কথাগুলো একটু চিৎকার করে বলার মতো হয়েছিল। তখন দেখলাম একজন লোক, মুখে হালকা দাড়ি, শান্ত গলায় জানতে চাইলেন, সমস্যাটা কী? তপন দা অনুশীলন নাট্যদলের পরিচয় দিয়ে আগের কথাগুলো আবারও বললেন। উনি বললেন, একটু অপেক্ষা করুন দেখি কী করা যায়। দুই মিনিটের মধ্যে উনি ফিরে এলেন এবং আমাদের হলে বসার ব্যবস্থা করে দিলেন।’
কামাল আহমেদ বলেন, ‘ঢাকায় আসার পর দেখলাম সেই ব্যক্তিই মাহমুদ ভাই। পথনাটক পরিষদ গঠনে আমরা একসঙ্গে কাজ করেছি। মাঝেমধ্যে পাবনার সেই ঘটনার কথা মনে করে হাসতাম। শান্ত–ধীর স্বভাবের মাহমুদ ভাই সব সময় থিয়েটারের জন্য কাজ করে গেছেন। গভীর শ্রদ্ধা জানাই তাঁকে।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে