Ajker Patrika

আপাদমস্তক সংস্কৃতিকর্মীর বিদায়

আপডেট : ২৩ মে ২০২১, ১৬: ৫৭
আপাদমস্তক সংস্কৃতিকর্মীর বিদায়

ঢাকা: মারা গেলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের সংগঠক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদ। রোববার (২৩ মে) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা থিয়েটারের হয়ে তাঁর নাট্যযাত্রা শুরু, পরে তিনি গড়ে তোলেন মহাকাল নাট্য সম্প্রদায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সক্রিয় সংগঠক হিসেবে ছিলেন মাহমুদ। তাঁর ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পথনাটক পরিষদ। চলচ্চিত্র সংসদ ‘সিনে আর্ট সার্কেল’–এর প্রতিষ্ঠাকালীন কর্মী, সময় নাট্যদল ও মহাকাল নাট্যসম্প্রদায়ের অন্যতম সংগঠক ছিলেন।

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাইফুল ইসলাম মাহমুদ। তিনি ছিলেন কৃতী অভিনেতা মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের মেজো ভাই। সংস্কৃতিকর্মী কামাল আহমেদ তাঁকে স্বরণ করে বলেন, ‘এই তো গত বছর মাহমুদ ভাইয়ের শ্বশুর টরন্টোতে মারা গেলেন, এখন তিনিও চলে গেলেন। সালটা ১৯৮৫–৮৬ হবে, ঠিক মনে নেই। ঢাকা থিয়েটার গিয়েছিল পাবনাতে কিত্তনখোলা নাটকের শো করতে। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের সঙ্গে যুক্ত। কিত্তনখোলা নাটকটি দেখার জন্য আমরা বেশ কয়েকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাবনা গিয়েছিলাম। গিয়ে দেখি কোনো টিকিট নেই। আমাদের নেতা তপন দাশ বলতে থাকলেন,  আমরা নাট্যকমী, এত দূর থেকে এসেছি। আর আমরাই নাটকটা দেখতে পারব না। আমাদের কথাগুলো একটু চিৎকার করে বলার মতো হয়েছিল। তখন দেখলাম একজন লোক, মুখে হালকা দাড়ি, শান্ত গলায় জানতে চাইলেন, সমস্যাটা কী? তপন দা অনুশীলন নাট্যদলের পরিচয় দিয়ে আগের কথাগুলো আবারও বললেন। উনি বললেন, একটু অপেক্ষা করুন দেখি কী করা যায়। দুই মিনিটের মধ্যে উনি ফিরে এলেন এবং আমাদের হলে বসার ব্যবস্থা করে দিলেন।’

কামাল আহমেদ বলেন, ‘ঢাকায় আসার পর দেখলাম সেই ব্যক্তিই মাহমুদ ভাই। পথনাটক পরিষদ গঠনে আমরা একসঙ্গে কাজ করেছি। মাঝেমধ্যে পাবনার সেই ঘটনার কথা মনে করে হাসতাম। শান্ত–ধীর স্বভাবের মাহমুদ ভাই সব সময় থিয়েটারের জন্য কাজ করে গেছেন। গভীর শ্রদ্ধা জানাই তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত