দক্ষিণী তারকা যশকে দেখতে না পেয়ে শরীরে আগুন দিয়েছিলেন এক ভক্ত। ২০১৯ সালে এ ঘটনা ঘটে। শেষ পর্যন্ত অবশ্য বাঁচানো যায়নি ওই ভক্তকে।
২০১৯ সালে নিজের জন্মদিন না পালনের ঘোষণা দিয়েছিলেন যশ। তার পরও তাঁর বাড়ির সামনে জড়ো হয় হাজারো ভক্ত। কিন্তু দেখা দেননি যশ। এ সময় ক্ষোভে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এক ভক্ত। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ সূত্রে জানা যায়, ২৬ বছর বয়সী ওই ভক্তের নাম রবি রঘুরাম।
যশ ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলার বুভানাহাল্লি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম নবীন কুমার গৌড়া। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় তিনি পড়াশোনা ছেড়ে দেন, এরপর যোগ দেন থিয়েটারে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, পরিবারের অমতেই মাত্র ৩০০ রুপি নিয়ে ঘর ছেড়ে বেঙ্গালুরুতে চলে যান যশ। ২০০৫ সালে ‘ইটিভি কন্নড়ে’ প্রচারিত ‘নন্দা গোকুলে’ সিরিয়ালের মাধ্যমেই প্রথম আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। এরপর তিনি একাধিক সিরিয়ালে কাজ করেন। ২০১০ সালে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘মোডলসালা’ ব্যবসায়িক সাফল্য লাভের পর যশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
২০১৮ সালে যশ অভিনীত ‘কেজিএফ’ মুক্তি পায়। এই চলচ্চিত্র সারা বিশ্বে হইচই ফেলে দেয়। এই চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপটার ২’ মুক্তি পায় ২০২২ সালের ১৪ এপ্রিল। প্রথম চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ৫৫২ কোটি রুপি! মুক্তির প্রথম দিনের আয় ছিল ১৬৫ কোটি ৫০ লাখ রুপি। এর পরের তিন দিনে যথাক্রমে আয় ১৩৯ কোটি ২৫ লাখ, ১১৫ কোটি ৮ লাখ ও ১৩২ কোটি ১৩ লাখ রুপি।
মূলত কেজিএফ সিনেমাটি প্রকাশিত হওয়ার পর থেকেই এই অভিনেতার জীবনে সাফল্যের শুরু। এসেছে খ্যাতি, অর্থ সমস্ত কিছু। এখন দক্ষিণী চলচ্চিত্রে প্রভাষ, রাম চরণ, আল্লু অর্জুনদের মতো তারকার পাশাপাশি নিজের একটি জায়গা করে নিয়েছেন যশ।
দক্ষিণী তারকা যশকে দেখতে না পেয়ে শরীরে আগুন দিয়েছিলেন এক ভক্ত। ২০১৯ সালে এ ঘটনা ঘটে। শেষ পর্যন্ত অবশ্য বাঁচানো যায়নি ওই ভক্তকে।
২০১৯ সালে নিজের জন্মদিন না পালনের ঘোষণা দিয়েছিলেন যশ। তার পরও তাঁর বাড়ির সামনে জড়ো হয় হাজারো ভক্ত। কিন্তু দেখা দেননি যশ। এ সময় ক্ষোভে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এক ভক্ত। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ সূত্রে জানা যায়, ২৬ বছর বয়সী ওই ভক্তের নাম রবি রঘুরাম।
যশ ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলার বুভানাহাল্লি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম নবীন কুমার গৌড়া। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় তিনি পড়াশোনা ছেড়ে দেন, এরপর যোগ দেন থিয়েটারে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, পরিবারের অমতেই মাত্র ৩০০ রুপি নিয়ে ঘর ছেড়ে বেঙ্গালুরুতে চলে যান যশ। ২০০৫ সালে ‘ইটিভি কন্নড়ে’ প্রচারিত ‘নন্দা গোকুলে’ সিরিয়ালের মাধ্যমেই প্রথম আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। এরপর তিনি একাধিক সিরিয়ালে কাজ করেন। ২০১০ সালে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘মোডলসালা’ ব্যবসায়িক সাফল্য লাভের পর যশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
২০১৮ সালে যশ অভিনীত ‘কেজিএফ’ মুক্তি পায়। এই চলচ্চিত্র সারা বিশ্বে হইচই ফেলে দেয়। এই চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপটার ২’ মুক্তি পায় ২০২২ সালের ১৪ এপ্রিল। প্রথম চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ৫৫২ কোটি রুপি! মুক্তির প্রথম দিনের আয় ছিল ১৬৫ কোটি ৫০ লাখ রুপি। এর পরের তিন দিনে যথাক্রমে আয় ১৩৯ কোটি ২৫ লাখ, ১১৫ কোটি ৮ লাখ ও ১৩২ কোটি ১৩ লাখ রুপি।
মূলত কেজিএফ সিনেমাটি প্রকাশিত হওয়ার পর থেকেই এই অভিনেতার জীবনে সাফল্যের শুরু। এসেছে খ্যাতি, অর্থ সমস্ত কিছু। এখন দক্ষিণী চলচ্চিত্রে প্রভাষ, রাম চরণ, আল্লু অর্জুনদের মতো তারকার পাশাপাশি নিজের একটি জায়গা করে নিয়েছেন যশ।
অনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
৬ মিনিট আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১১ মিনিট আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১৫ মিনিট আগেআলোচিত কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন শেষ হয়েছিল কৌতূহল জিইয়ে রেখে। একটি ব্যর্থ বিদ্রোহ, এক বন্ধুর মৃত্যু ও গোপন বিশ্বাসঘাতকতা ছিল এর গল্পের কেন্দ্রে। গত বছরের ডিসেম্বরে স্কুইড গেমের দ্বিতীয় সিজন প্রচারের পর থেকেই অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে গতকাল সিজন থ্রির টিজার প্রকাশ করল নেটফ্লিক
২৩ মিনিট আগে