দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘সাবকনসাস’ ২৫ বছর পূর্ণ করছে। ১৯৯৮ সালে স্কুলপড়ুয়া পাঁচ বন্ধু জোহান, লুকান, শেহরিনা, নাবিল ও সুজয়কে নিয়ে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে ব্যান্ডটি। এ সময়ের মধ্যে সাবকনসাস এখন পর্যন্ত মোট তিনটি অ্যালবাম বের করেছে। ২০০২ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘মাটির দেহ’।
অ্যালবামের ‘মাটির দেহ’, ‘মাঝি’, ‘দিল দে’, ‘হে নবী’ গানগুলো তরুণ শ্রোতারা পছন্দ করেছিলেন। সেগুলো আজও বাজে অনেকের মুখে। ২০০৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘তারার মেলা’। ব্যান্ডের গাওয়া ‘অহনা’, ‘দুঃখ দুঃখ’, ‘অকারণ’, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।
এ দুই অ্যালবাম প্রকাশ করার পর ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা সদস্য জোহান ও লুকান পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অনিয়মিত হয়ে পড়ে ব্যান্ডের কার্যক্রম। মাঝে ৯ বছর বিরতির পর ২০১৩ সালে তারা প্রকাশ করে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অ্যালবাম ‘শিল্পের ঘর’। সম্প্রতি তাদের ‘রূপকথার কাব্য’ চতুর্থ অ্যালবামটির চারটি গান তারা তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।
রজতজয়ন্তী উপলক্ষে এবার তারা প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। কনসার্টের শিরোনাম ‘আইসসালা সোলো কনসার্ট-১ ’। কনসার্টটি আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে। কনসার্টটি আয়োজন করছে জেএ স্টুডিও।
ব্যান্ডটির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী বছর দেশের বিভিন্ন জেলায় ‘আইসসালা সোলো কনসার্ট-১’ থেকে শুরু করে, ২, ৩,৪ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শুধুই বাংলাদেশ নয়। দেশের বাইরেও সিরিজ কনসার্টের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির।’
২০০২ সালে ‘সাবকনসাস’ রিয়েলিটি শো ‘স্টার সার্চ’-এ সেরা ব্যান্ড হয়। দলটির জোহান হন সেরা গিটারিস্ট। এই প্রতিযোগিতা থেকে তাদের পরিচিতি অনেক বেড়ে যায়। বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে জোহান ভোকালিস্ট ও গিটারিস্ট, লুকান ড্রামস, বেজ গিটারে আহাদ অন্তর ও সৈকত এবং অসি লিড গিটার।
দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘সাবকনসাস’ ২৫ বছর পূর্ণ করছে। ১৯৯৮ সালে স্কুলপড়ুয়া পাঁচ বন্ধু জোহান, লুকান, শেহরিনা, নাবিল ও সুজয়কে নিয়ে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে ব্যান্ডটি। এ সময়ের মধ্যে সাবকনসাস এখন পর্যন্ত মোট তিনটি অ্যালবাম বের করেছে। ২০০২ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘মাটির দেহ’।
অ্যালবামের ‘মাটির দেহ’, ‘মাঝি’, ‘দিল দে’, ‘হে নবী’ গানগুলো তরুণ শ্রোতারা পছন্দ করেছিলেন। সেগুলো আজও বাজে অনেকের মুখে। ২০০৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘তারার মেলা’। ব্যান্ডের গাওয়া ‘অহনা’, ‘দুঃখ দুঃখ’, ‘অকারণ’, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।
এ দুই অ্যালবাম প্রকাশ করার পর ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা সদস্য জোহান ও লুকান পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অনিয়মিত হয়ে পড়ে ব্যান্ডের কার্যক্রম। মাঝে ৯ বছর বিরতির পর ২০১৩ সালে তারা প্রকাশ করে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অ্যালবাম ‘শিল্পের ঘর’। সম্প্রতি তাদের ‘রূপকথার কাব্য’ চতুর্থ অ্যালবামটির চারটি গান তারা তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।
রজতজয়ন্তী উপলক্ষে এবার তারা প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। কনসার্টের শিরোনাম ‘আইসসালা সোলো কনসার্ট-১ ’। কনসার্টটি আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে। কনসার্টটি আয়োজন করছে জেএ স্টুডিও।
ব্যান্ডটির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী বছর দেশের বিভিন্ন জেলায় ‘আইসসালা সোলো কনসার্ট-১’ থেকে শুরু করে, ২, ৩,৪ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শুধুই বাংলাদেশ নয়। দেশের বাইরেও সিরিজ কনসার্টের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির।’
২০০২ সালে ‘সাবকনসাস’ রিয়েলিটি শো ‘স্টার সার্চ’-এ সেরা ব্যান্ড হয়। দলটির জোহান হন সেরা গিটারিস্ট। এই প্রতিযোগিতা থেকে তাদের পরিচিতি অনেক বেড়ে যায়। বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে জোহান ভোকালিস্ট ও গিটারিস্ট, লুকান ড্রামস, বেজ গিটারে আহাদ অন্তর ও সৈকত এবং অসি লিড গিটার।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
২ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
২ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৩ ঘণ্টা আগে