বিনোদন ডেস্ক
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।
বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।
বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।
হইচই আর চরকিতে মুক্তের পর এবার দীপ্ত প্লেতে মুক্তি পেল শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’।
৩ ঘণ্টা আগেভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
১৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
১৩ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে