‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রের বদৌলতেই হলিউড অভিনেতা জনি ডেপকে চিনেছে বিশ্ববাসী। অনেক ভক্তর কাছে তাঁর পরিচিতি জ্যাক স্প্যারো নামে।
১৯৯০ সালে কাল্ট-ফেবারিট পরিচালক জন ওয়াটার্সের ‘ক্রাই-বেবি’ সিনেমায় অভিনয় দিয়ে প্রথম প্রশংসিত হন জনি ডেপ। হলিউডি সিনেমায় নামতে গিয়ে অনেক তারকাকেই নিজের নাম পুরোপুরি বদলে ফেলেতে হয়। জনি ডেপকেও সেই পথে হাঁটতে হয়েছে। তবে তাঁকে সম্পূর্ণ নতুন নাম গ্রহণ করতে হয়নি। তথ্যকোষ ব্রিটানিকা অনুসারে, জন্মের সময় ডেপের নাম ছিল জন ক্রিস্টোফার ডেপ দ্বিতীয়। কিছুটা বদলে জনি ডেপ করা হয় তাঁর নাম।
১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে জন্ম এই জনি ডেপের। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর বয়স যখন ১৫, তখন বিবাহবিচ্ছেদ হয় তাঁর মা স্যু পালমার ও বাবা জন ক্রিস্টোফার ডেপের। পড়াশোনার প্রতি বিশেষভাবে আগ্রহী ছিলেন না ডেপ। সংগীতের প্রতি তীব্র আবেগ ছিল তাঁর। সংগীতে ক্যারিয়ার গড়তে হাই স্কুল ছেড়েছিলেন ডেপ। তবে চলচ্চিত্রে অভিনয় শুরুর পর সংগীত থেকে লাইনচ্যুত হন তিনি।
জনি ডেপের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো—দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজ, এডওয়ার্ড সিজরহ্যান্ডস, ফাইন্ডিং নেভারল্যান্ড, ব্ল্যাক ম্যাস, ট্রানসেন্ডেন্স, স্লিপি হলো, ব্লো, দ্য নাইন্থ গেইট, ডার্ক শ্যাডো, দ্য লোন রেঞ্জার, এলিস ইন ওয়ান্ডারল্যান্ড, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি ও মিনামাতা।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রের বদৌলতেই হলিউড অভিনেতা জনি ডেপকে চিনেছে বিশ্ববাসী। অনেক ভক্তর কাছে তাঁর পরিচিতি জ্যাক স্প্যারো নামে।
১৯৯০ সালে কাল্ট-ফেবারিট পরিচালক জন ওয়াটার্সের ‘ক্রাই-বেবি’ সিনেমায় অভিনয় দিয়ে প্রথম প্রশংসিত হন জনি ডেপ। হলিউডি সিনেমায় নামতে গিয়ে অনেক তারকাকেই নিজের নাম পুরোপুরি বদলে ফেলেতে হয়। জনি ডেপকেও সেই পথে হাঁটতে হয়েছে। তবে তাঁকে সম্পূর্ণ নতুন নাম গ্রহণ করতে হয়নি। তথ্যকোষ ব্রিটানিকা অনুসারে, জন্মের সময় ডেপের নাম ছিল জন ক্রিস্টোফার ডেপ দ্বিতীয়। কিছুটা বদলে জনি ডেপ করা হয় তাঁর নাম।
১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে জন্ম এই জনি ডেপের। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর বয়স যখন ১৫, তখন বিবাহবিচ্ছেদ হয় তাঁর মা স্যু পালমার ও বাবা জন ক্রিস্টোফার ডেপের। পড়াশোনার প্রতি বিশেষভাবে আগ্রহী ছিলেন না ডেপ। সংগীতের প্রতি তীব্র আবেগ ছিল তাঁর। সংগীতে ক্যারিয়ার গড়তে হাই স্কুল ছেড়েছিলেন ডেপ। তবে চলচ্চিত্রে অভিনয় শুরুর পর সংগীত থেকে লাইনচ্যুত হন তিনি।
জনি ডেপের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো—দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজ, এডওয়ার্ড সিজরহ্যান্ডস, ফাইন্ডিং নেভারল্যান্ড, ব্ল্যাক ম্যাস, ট্রানসেন্ডেন্স, স্লিপি হলো, ব্লো, দ্য নাইন্থ গেইট, ডার্ক শ্যাডো, দ্য লোন রেঞ্জার, এলিস ইন ওয়ান্ডারল্যান্ড, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি ও মিনামাতা।
শেষ হচ্ছে অপেক্ষার পালা। বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ১৭ অক্টোবর বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে অ্যালবামটি। নতুন অ্যালবামের বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থহীন। নতুন অ্যালবামের
৩ ঘণ্টা আগেআজ ৮ অক্টোবর উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী। তাঁর জন্ম তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। কিংবদন্তি এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ
৩ ঘণ্টা আগে২০ অক্টোবর নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির প্রতিষ্ঠাবার্ষিকী। ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। তাই ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘জীবনানন্দ দাশ স্মরণোৎসব ও থিয়েটার ফ্যাক্টরির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।
৩ ঘণ্টা আগেগত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
১৪ ঘণ্টা আগে