অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান ভারতীয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
ঠিক কী কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি। তবে অভিনেতার অসুস্থতার খবর জানতে অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার অনলাইন। তিনি এ প্রসঙ্গে খুব বেশি কথা বলতে চাননি। তবে সব্যসাচী যে হাসপাতালে ভর্তি, সেই খবরে যেন ইঙ্গিত দিয়েছেন। মিঠু বলেন, ‘আমি এখন খুব ব্যস্ত। ও বেলায় গিয়ে পরিস্থিতি দেখে তারপর মন্তব্য করব।’
গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সব্যসাচী জানিয়েছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকি জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’
এমনকি তাঁকে এ-ও বলতে শোনা যায়, ‘আমি অসুস্থ আর এবার নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ তবে কিছুদিন পরেই অভিনেতা জানান, তাঁর কথার ভুল মানে করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে আমি আবার কবে পর্দায় ফিরব। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে আমি অবসর নিচ্ছি কি না, আমি ‘‘তাহলে তাই’’ বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।’
উল্লেখ্য, অভিনেতাকে সামনে দেখা যাবে ‘দেবী চৌধুরাণী’ সিনেমায়। শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’ সিনেমায় হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন। এ ছাড়া এই ছবিতে আছেন সব্যসাচীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান ভারতীয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
ঠিক কী কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি। তবে অভিনেতার অসুস্থতার খবর জানতে অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার অনলাইন। তিনি এ প্রসঙ্গে খুব বেশি কথা বলতে চাননি। তবে সব্যসাচী যে হাসপাতালে ভর্তি, সেই খবরে যেন ইঙ্গিত দিয়েছেন। মিঠু বলেন, ‘আমি এখন খুব ব্যস্ত। ও বেলায় গিয়ে পরিস্থিতি দেখে তারপর মন্তব্য করব।’
গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সব্যসাচী জানিয়েছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকি জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’
এমনকি তাঁকে এ-ও বলতে শোনা যায়, ‘আমি অসুস্থ আর এবার নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ তবে কিছুদিন পরেই অভিনেতা জানান, তাঁর কথার ভুল মানে করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে আমি আবার কবে পর্দায় ফিরব। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে আমি অবসর নিচ্ছি কি না, আমি ‘‘তাহলে তাই’’ বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।’
উল্লেখ্য, অভিনেতাকে সামনে দেখা যাবে ‘দেবী চৌধুরাণী’ সিনেমায়। শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’ সিনেমায় হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন। এ ছাড়া এই ছবিতে আছেন সব্যসাচীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে