Ajker Patrika

নকশাল নেতা হচ্ছেন নওয়াজউদ্দিন, জ্যোতি বসু চরিত্রে পরেশ রাওয়াল

নকশাল নেতা হচ্ছেন নওয়াজউদ্দিন, জ্যোতি বসু চরিত্রে পরেশ রাওয়াল

স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে অন্যতম সশস্ত্র আন্দোলনের নাম নকশালবাড়ি আন্দোলন। নকশাল বাড়িতে আন্দোলনের আগুন প্রথম জ্বলে উঠলেও দাবানলের মত তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সারা দেশে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিপিআইএমএল। সারা বিশ্বের কাছে বামপন্থীদের কাছে অন্যতম ঐতিহাসিক আন্দোলনের দলিল হিসেবে থেকে গেছে এই নকশাল আন্দোলন।

এবার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই নকশাল আন্দোলন নিয়েই তৈরি হচ্ছে হিন্দি ওয়েব সিরিজ। তিনটি সিজনে তুলে ধরা হবে এই সিরিজের গল্প। ১৯৪৭ থেকে ২০১০ পর্যন্ত বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনির বিভিন্ন দিক তুলে ধরা হবে দর্শকদের কাছে। জানা গেছে, সিরিজের প্রথম সিজন জুড়ে থাকবে নকশাল আন্দোলনের পটভূমি, কাহিনি এবং এই আন্দোলনের প্রধান নেতা চারু মজুমদারের জীবনের খুঁটিনাটি দিক। এই চারু মজুমদার ওয়েব সিরিজের মূল চরিত্র। এই চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। অন্যদিকে, এই প্রথম সিজনেরই আরও একটি মূল চরিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই সময়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চরিত্রে সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে।

এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই ইন্ডাস্ট্রির প্রশংসিত দুই অভিনেতাকে। তবে এই ওয়েব সিরিজে শুধু এরা দু’জনই নয়, দেখা যাবে আরও সব অভিজ্ঞ অভিনেতাদের। তালিকায় রয়েছে পরেশ রাওয়াল,বোমান ইরানি। জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়ালকে।

বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই শুরু হবে সিরিজের শুটিং। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নকশালবাড়ির আন্দোলন নিয়ে এই ওয়েব সিরিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত