প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিং চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। তবে জানেন কি, সিনেমাটির জন্য অভিনেত্রীকে দিতে হয়েছে অডিশন? আর তাঁর অডিশন নেন স্বয়ং অস্কার বিজয়ী সুরকার এ আর রাহমান।
মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুম কলে এ আর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুম কলে অডিশন দিতে হবে, তা-ও আবার এ আর রাহমানের সামনে! সেই সময় মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’
সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতি বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই। তিনি জানতে চান আমি ফ্রি আছি কি না। তখন তিনি আমাকে জুম কলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এ আর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এ আর রাহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কি না। তাঁকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’
পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এ আর রাহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এ আর রাহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই আমাকে অডিশন দিতে হয়েছিল।’
প্রসঙ্গত, গতকাল প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে একাধিক চিত্রনাট্য তৈরি হয়েছে বলিউডে। এবার সেই তালিকার নতুন সংযোজন আটের দশকের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী অমর সিং চমকিলা। ‘এলভিস প্রিসলি অব পাঞ্জাব’ বলা হতো অমর সিং চমকিলাকে। ২৭ বছর বয়সেই গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন গায়ক। শূন্য থেকে শুরু করা চমকিলা কীভাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন, সেই কাহিনিই আবর্তিত হবে ইমতিয়াজের নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’য়।
প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিং চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। তবে জানেন কি, সিনেমাটির জন্য অভিনেত্রীকে দিতে হয়েছে অডিশন? আর তাঁর অডিশন নেন স্বয়ং অস্কার বিজয়ী সুরকার এ আর রাহমান।
মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুম কলে এ আর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুম কলে অডিশন দিতে হবে, তা-ও আবার এ আর রাহমানের সামনে! সেই সময় মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’
সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতি বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই। তিনি জানতে চান আমি ফ্রি আছি কি না। তখন তিনি আমাকে জুম কলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এ আর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এ আর রাহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কি না। তাঁকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’
পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এ আর রাহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এ আর রাহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই আমাকে অডিশন দিতে হয়েছিল।’
প্রসঙ্গত, গতকাল প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে একাধিক চিত্রনাট্য তৈরি হয়েছে বলিউডে। এবার সেই তালিকার নতুন সংযোজন আটের দশকের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী অমর সিং চমকিলা। ‘এলভিস প্রিসলি অব পাঞ্জাব’ বলা হতো অমর সিং চমকিলাকে। ২৭ বছর বয়সেই গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন গায়ক। শূন্য থেকে শুরু করা চমকিলা কীভাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন, সেই কাহিনিই আবর্তিত হবে ইমতিয়াজের নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’য়।
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আজ শনিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছোট মেয়ে শারমীনি আব্বাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগেমুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
১২ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
১৩ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
১৩ ঘণ্টা আগে