ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।
তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’
তা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।
উল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।
ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।
তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’
তা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।
উল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৯ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৯ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৯ ঘণ্টা আগে