১২ নভেম্বর সালমানভক্তদের বিশেষ দিন। বলিউড ভাইজানের নিজের জন্যও দিনটি অপেক্ষার, উত্তেজনার। কয়েক বছর ধরে বক্স অফিসের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন সালমান। তাঁর সর্বশেষ কয়েকটি সিনেমা তেমন চলেনি। তবে ‘টাইগার থ্রি’ মুক্তির আগে থেকে, বিশেষ করে ট্রেলার ও লেকে প্রভু কা নাম গানটি প্রকাশ্যে আসার পর থেকে এ সিনেমা ঘিরে দর্শকদের উত্তেজনা বেড়েছে। আশা করা হচ্ছে, সিনেমাটি দিয়ে স্বরূপে ফিরবেন ভাইজান। টাইগার থ্রির নির্মাতা মনীশ শর্মা গতকাল জানিয়েছেন, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মধ্যে সর্বোচ্চসংখ্যক অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে এ সিনেমায়।
সালমানের টাইগার, শাহরুখের পাঠান ও হৃতিকের ওয়ার—এ তিন সিনেমা নিয়ে গড়ে উঠেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স। এর আওতায় এ পর্যন্ত যত সিনেমা তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে টাইগার থ্রিতে। পুরো সিনেমায় মোট ১২টি ব্যয়বহুল অ্যাকশন দৃশ্য থাকবে। আগের সিনেমাগুলোর তুলনায় টাইগার থ্রির অ্যাকশন সম্পূর্ণ আলাদা। সালমান ও ক্যাটরিনাকে ভারতীয় সিনেমার সেরা অ্যাকশন জুটি হিসেবে উল্লেখ করে পিঙ্কভিলাকে নির্মাতা মনীশ শর্মা জানিয়েছেন, টাইগার থ্রির অ্যাকশন দৃশ্যগুলো মোটেই আরোপিত নয়। গল্পের প্রয়োজনেই রাখা হয়েছে এসব দৃশ্য। মনীশ বলেন, ‘এই ১২টি অ্যাকশন দৃশ্য এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দর্শককে মুহূর্তের জন্যও সিনেমা হলের আসন ছেড়ে উঠতে দেবে না। টাইগার থ্রির অ্যাকশন হলিউডের যেকোনো অ্যাকশন সিনেমাকে পাল্লা দিতে পারবে।’
১২ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে টাইগার থ্রি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে সালমান-ক্যাটরিনা অভিনীত সিনেমাটি। শুধু তাঁরা নন, দুটি বিশেষ দৃশ্যে পাওয়া যাবে শাহরুখ খান ও হৃতিক রোশনকেও। বাংলাদেশের দর্শকদের জন্যও আছে সুখবর। ১২ নভেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের হলে দেখা যাবে টাইগার থ্রি। বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘সিনেমাটি আমদানির ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। আমরা অনুমতিও পেয়েছি। সব ঠিক থাকলে আশা করি, একই দিনে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।’
১২ নভেম্বর সালমানভক্তদের বিশেষ দিন। বলিউড ভাইজানের নিজের জন্যও দিনটি অপেক্ষার, উত্তেজনার। কয়েক বছর ধরে বক্স অফিসের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন সালমান। তাঁর সর্বশেষ কয়েকটি সিনেমা তেমন চলেনি। তবে ‘টাইগার থ্রি’ মুক্তির আগে থেকে, বিশেষ করে ট্রেলার ও লেকে প্রভু কা নাম গানটি প্রকাশ্যে আসার পর থেকে এ সিনেমা ঘিরে দর্শকদের উত্তেজনা বেড়েছে। আশা করা হচ্ছে, সিনেমাটি দিয়ে স্বরূপে ফিরবেন ভাইজান। টাইগার থ্রির নির্মাতা মনীশ শর্মা গতকাল জানিয়েছেন, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মধ্যে সর্বোচ্চসংখ্যক অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে এ সিনেমায়।
সালমানের টাইগার, শাহরুখের পাঠান ও হৃতিকের ওয়ার—এ তিন সিনেমা নিয়ে গড়ে উঠেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স। এর আওতায় এ পর্যন্ত যত সিনেমা তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে টাইগার থ্রিতে। পুরো সিনেমায় মোট ১২টি ব্যয়বহুল অ্যাকশন দৃশ্য থাকবে। আগের সিনেমাগুলোর তুলনায় টাইগার থ্রির অ্যাকশন সম্পূর্ণ আলাদা। সালমান ও ক্যাটরিনাকে ভারতীয় সিনেমার সেরা অ্যাকশন জুটি হিসেবে উল্লেখ করে পিঙ্কভিলাকে নির্মাতা মনীশ শর্মা জানিয়েছেন, টাইগার থ্রির অ্যাকশন দৃশ্যগুলো মোটেই আরোপিত নয়। গল্পের প্রয়োজনেই রাখা হয়েছে এসব দৃশ্য। মনীশ বলেন, ‘এই ১২টি অ্যাকশন দৃশ্য এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দর্শককে মুহূর্তের জন্যও সিনেমা হলের আসন ছেড়ে উঠতে দেবে না। টাইগার থ্রির অ্যাকশন হলিউডের যেকোনো অ্যাকশন সিনেমাকে পাল্লা দিতে পারবে।’
১২ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে টাইগার থ্রি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে সালমান-ক্যাটরিনা অভিনীত সিনেমাটি। শুধু তাঁরা নন, দুটি বিশেষ দৃশ্যে পাওয়া যাবে শাহরুখ খান ও হৃতিক রোশনকেও। বাংলাদেশের দর্শকদের জন্যও আছে সুখবর। ১২ নভেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের হলে দেখা যাবে টাইগার থ্রি। বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘সিনেমাটি আমদানির ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। আমরা অনুমতিও পেয়েছি। সব ঠিক থাকলে আশা করি, একই দিনে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।’
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে