Ajker Patrika

টাইগার থ্রিতে থাকবে ১২টি অ্যাকশন দৃশ্য

টাইগার থ্রিতে থাকবে  ১২টি অ্যাকশন দৃশ্য

বাংলাদেশের দর্শকদের জন্যও আছে সুখবর। ১২ নভেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের হলে দেখা যাবে টাইগার থ্রি

১২ নভেম্বর সালমানভক্তদের বিশেষ দিন। বলিউড ভাইজানের নিজের জন্যও দিনটি অপেক্ষার, উত্তেজনার। কয়েক বছর ধরে বক্স অফিসের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন সালমান। তাঁর সর্বশেষ কয়েকটি সিনেমা তেমন চলেনি। তবে ‘টাইগার থ্রি’ মুক্তির আগে থেকে, বিশেষ করে ট্রেলার ও লেকে প্রভু কা নাম গানটি প্রকাশ্যে আসার পর থেকে এ সিনেমা ঘিরে দর্শকদের উত্তেজনা বেড়েছে। আশা করা হচ্ছে, সিনেমাটি দিয়ে স্বরূপে ফিরবেন ভাইজান। টাইগার থ্রির নির্মাতা মনীশ শর্মা গতকাল জানিয়েছেন, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মধ্যে সর্বোচ্চসংখ্যক অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে এ সিনেমায়।

সালমানের টাইগার, শাহরুখের পাঠান ও হৃতিকের ওয়ার—এ তিন সিনেমা নিয়ে গড়ে উঠেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স। এর আওতায় এ পর্যন্ত যত সিনেমা তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে টাইগার থ্রিতে। পুরো সিনেমায় মোট ১২টি ব্যয়বহুল অ্যাকশন দৃশ্য থাকবে। আগের সিনেমাগুলোর তুলনায় টাইগার থ্রির অ্যাকশন সম্পূর্ণ আলাদা। সালমান ও ক্যাটরিনাকে ভারতীয় সিনেমার সেরা অ্যাকশন জুটি হিসেবে উল্লেখ করে পিঙ্কভিলাকে নির্মাতা মনীশ শর্মা জানিয়েছেন, টাইগার থ্রির অ্যাকশন দৃশ্যগুলো মোটেই আরোপিত নয়। গল্পের প্রয়োজনেই রাখা হয়েছে এসব দৃশ্য। মনীশ বলেন, ‘এই ১২টি অ্যাকশন দৃশ্য এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দর্শককে মুহূর্তের জন্যও সিনেমা হলের আসন ছেড়ে উঠতে দেবে না। টাইগার থ্রির অ্যাকশন হলিউডের যেকোনো অ্যাকশন সিনেমাকে পাল্লা দিতে পারবে।’

১২ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে টাইগার থ্রি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে সালমান-ক্যাটরিনা অভিনীত সিনেমাটি। শুধু তাঁরা নন, দুটি বিশেষ দৃশ্যে পাওয়া যাবে শাহরুখ খান ও হৃতিক রোশনকেও। বাংলাদেশের দর্শকদের জন্যও আছে সুখবর। ১২ নভেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের হলে দেখা যাবে টাইগার থ্রি। বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘সিনেমাটি আমদানির ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। আমরা অনুমতিও পেয়েছি। সব ঠিক থাকলে আশা করি, একই দিনে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত