রাজশাহী শহরের একটি হাসপাতালে আজকের দিনে নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের জন্ম। ১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মেছিলেন জনপ্রিয় এই নায়িকা। মিম বলেন, ‘আমি খুব কাঙ্ক্ষিত ছিলাম। আমি আমার বাবা-মায়ের বড় মেয়ে না। আমার বড় আরেকটি বোন ছিল। সে মারা গেছে। মায়ের কাছ থেকে শুনেছি সে-ও দেখতে অনেক সুন্দর ছিল। জন্মের কয়েক দিন পরই মারা যায়। তাই সবাই বেশ শকড ছিল। তারপর আমার জন্মের আগে সবাই খুব টেনশনে ছিল। মানে, খুব যত্ন ও গুরুত্ব ছিল এই বাচ্চার যেন কোনো রকম সমস্যা না হয়। তাই আমার জন্মে সকলের একটা চিন্তাও ছিল যে এই মেয়ের কোনো সমস্যা হবে কি না। কোনো একটা অসুখ হলে মা টেনশনে থাকত। মানে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো।’
আগের বাচ্চা মারা যাওয়াতে মিমের মা-বাবা সব সময় তাঁকে নিয়ে ভয়ে থাকতেন। মিমের জন্মের এক মাস পর হঠাৎ করে মুখ দিয়ে বুবলি উঠে একদম শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। পুরো শরীর নীল হয়ে গেল। মিমের মা তো দিশেহারা- ঈশ্বরের কাছে মানত, পূজা, বলিদান কোনো কিছুই বাকি রাখেননি। মিম বলেন, ‘আমার বোঝার পর দেখেছি ও মায়ের কাছে শুনেছি যে আগের ওই খারাপ অভিজ্ঞতার জন্যই তারা আমাকে নিয়ে ভীষণ ভয়ে থাকত।’
মিমের জন্মের সময় তাঁর বাবা ভোলা সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। মিমের জন্মের জন্য তাঁর মা ছবি সাহা রাজশাহী যান নানার বাড়ি। মিমের দাদা ও নানার বাড়ি রাজশাহী।
বিদ্যা নাম রেখেছিলেন মামা। আর মিম নামটা রেখেছেন ভোলাতে যাঁদের বাসায় ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালা। মিমের এখনো মনে আছে, সেই বাড়িওয়ালার নাম। মিম বলেন, ‘হাজি মহসীন আঙ্কেল। উনি হাজি ও বেশ পরহেজগার মানুষ ছিলেন। আমাদের অত্যন্ত স্নেহ করতেন। উনি বলছেন যে মিম নামটা অনেক সুন্দর। এই নামের ইসলামিক অর্থও সুন্দর। তাই মিম নামটা রাখি। তো মিম নামেই ওই এলাকায় আমাকে সবাই ডাকতেন যত দিন ছিলাম।’
রাজশাহী শহরের একটি হাসপাতালে আজকের দিনে নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের জন্ম। ১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মেছিলেন জনপ্রিয় এই নায়িকা। মিম বলেন, ‘আমি খুব কাঙ্ক্ষিত ছিলাম। আমি আমার বাবা-মায়ের বড় মেয়ে না। আমার বড় আরেকটি বোন ছিল। সে মারা গেছে। মায়ের কাছ থেকে শুনেছি সে-ও দেখতে অনেক সুন্দর ছিল। জন্মের কয়েক দিন পরই মারা যায়। তাই সবাই বেশ শকড ছিল। তারপর আমার জন্মের আগে সবাই খুব টেনশনে ছিল। মানে, খুব যত্ন ও গুরুত্ব ছিল এই বাচ্চার যেন কোনো রকম সমস্যা না হয়। তাই আমার জন্মে সকলের একটা চিন্তাও ছিল যে এই মেয়ের কোনো সমস্যা হবে কি না। কোনো একটা অসুখ হলে মা টেনশনে থাকত। মানে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো।’
আগের বাচ্চা মারা যাওয়াতে মিমের মা-বাবা সব সময় তাঁকে নিয়ে ভয়ে থাকতেন। মিমের জন্মের এক মাস পর হঠাৎ করে মুখ দিয়ে বুবলি উঠে একদম শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। পুরো শরীর নীল হয়ে গেল। মিমের মা তো দিশেহারা- ঈশ্বরের কাছে মানত, পূজা, বলিদান কোনো কিছুই বাকি রাখেননি। মিম বলেন, ‘আমার বোঝার পর দেখেছি ও মায়ের কাছে শুনেছি যে আগের ওই খারাপ অভিজ্ঞতার জন্যই তারা আমাকে নিয়ে ভীষণ ভয়ে থাকত।’
মিমের জন্মের সময় তাঁর বাবা ভোলা সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। মিমের জন্মের জন্য তাঁর মা ছবি সাহা রাজশাহী যান নানার বাড়ি। মিমের দাদা ও নানার বাড়ি রাজশাহী।
বিদ্যা নাম রেখেছিলেন মামা। আর মিম নামটা রেখেছেন ভোলাতে যাঁদের বাসায় ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালা। মিমের এখনো মনে আছে, সেই বাড়িওয়ালার নাম। মিম বলেন, ‘হাজি মহসীন আঙ্কেল। উনি হাজি ও বেশ পরহেজগার মানুষ ছিলেন। আমাদের অত্যন্ত স্নেহ করতেন। উনি বলছেন যে মিম নামটা অনেক সুন্দর। এই নামের ইসলামিক অর্থও সুন্দর। তাই মিম নামটা রাখি। তো মিম নামেই ওই এলাকায় আমাকে সবাই ডাকতেন যত দিন ছিলাম।’
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে