Ajker Patrika

জাতীয় কবির পুত্রবধূ সংগীতশিল্পী কল্যাণী কাজীর মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৩, ১৩: ২৮
জাতীয় কবির পুত্রবধূ সংগীতশিল্পী কল্যাণী কাজীর মৃত্যু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী সংগীতশিল্পী কল্যাণী কাজী মারা গেছেন। আজ শুক্রবার সকালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

মৃত্যুকালে কল্যাণী কাজীর বয়স হয়েছিল ৮৭ বছর। পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোক বার্তায় মমতা লিখেছেন, ‘বিশিষ্ট সংগীত শিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধর স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ সকালে তিনি কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর অসামান্য গায়কিতে গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাকে ‘‘সংগীত মহাসম্মান’' প্রদান করে। তার প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-স্বজন ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।’

নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।

অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরেই। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় কল্যাণী দেবীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত