অনলাইন ডেস্ক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক জুলফিকার হায়দারকে প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিএনপিপন্থী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা।
আজ বুধবার সকালে রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবন ‘ঘেরাও’ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা। দুই পরিচালককে প্রত্যাহারের দাবি ছাড়াও শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসবভাতা, তাদের চাকরি জাতীয়করণ করণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগে এহতেশাম উল হক এবং জুলফিকার হায়দারকে প্রত্যাহারে গত সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সংগঠনটির পক্ষ থেকে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘এই দুই মহাপরিচালককে প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে না হলে আমরা স্কুল বন্ধ করে দেব, কলেজ বন্ধ করে দেব, মাদ্রাসা বন্ধ করে দেব। শিক্ষা ভবনে ধানমন্ডি ৩২ নম্বরের মতো ঘটনা ঘটে যেতে পারে। আর এর জন্য শিক্ষা প্রশাসন ও শিক্ষাসচিব দায়ী থাকবেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থীদের পদায়নের জন্য দিচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার যুগ্মসচিব মো. নুরুজ্জামান। তিনি ব্রিফকেস পেয়ে এ পদায়ন দিয়েছেন।’
আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব।’
গত ৩০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ জুলফিকার হায়দারকে পদায়ন দেয় শিক্ষা মন্ত্রণালয়। ৩০ জানুয়ারি তাদের পদায়ন করে জারি করা প্রজ্ঞাপন প্রকাশ করা হয় ২ ফেব্রুয়ারি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক জুলফিকার হায়দারকে প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিএনপিপন্থী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা।
আজ বুধবার সকালে রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবন ‘ঘেরাও’ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা-কর্মীরা। দুই পরিচালককে প্রত্যাহারের দাবি ছাড়াও শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসবভাতা, তাদের চাকরি জাতীয়করণ করণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগে এহতেশাম উল হক এবং জুলফিকার হায়দারকে প্রত্যাহারে গত সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সংগঠনটির পক্ষ থেকে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘এই দুই মহাপরিচালককে প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে না হলে আমরা স্কুল বন্ধ করে দেব, কলেজ বন্ধ করে দেব, মাদ্রাসা বন্ধ করে দেব। শিক্ষা ভবনে ধানমন্ডি ৩২ নম্বরের মতো ঘটনা ঘটে যেতে পারে। আর এর জন্য শিক্ষা প্রশাসন ও শিক্ষাসচিব দায়ী থাকবেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থীদের পদায়নের জন্য দিচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার যুগ্মসচিব মো. নুরুজ্জামান। তিনি ব্রিফকেস পেয়ে এ পদায়ন দিয়েছেন।’
আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব।’
গত ৩০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ জুলফিকার হায়দারকে পদায়ন দেয় শিক্ষা মন্ত্রণালয়। ৩০ জানুয়ারি তাদের পদায়ন করে জারি করা প্রজ্ঞাপন প্রকাশ করা হয় ২ ফেব্রুয়ারি।
থাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৩ ঘণ্টা আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগে