Ajker Patrika

ঢাবিতে মধ্যরাতে প্রশাসনের অভিযান, হল ছাড়ল ছাত্রলীগ

প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২১, ১১: ০৭
ঢাবিতে মধ্যরাতে প্রশাসনের অভিযান, হল ছাড়ল ছাত্রলীগ

ঢাবি: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো বন্ধ রয়েছে। বন্ধ আবাসিক হলে অবস্থান করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা—এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

অভিযানের খবর পেয়ে হল ছেড়ে পালিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় দুটি হলের ছয়টি রুম সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন।

সিলগালা হওয়া রুমগুলো হলো জহুরুল হক হলের ৩০১, ৩০২ ও ৩০৩ এবং সলিমুল্লাহ মুসলিম হলের ২৫, ৩৩ ও ৩৯।

অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, দুই হলের প্রভোস্ট, হাউস টিউটর, প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা-পুলিশ। 

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, `আমি নিজে ও হল প্রভোস্টদের উপস্থিতিতে হল দুটিতে অভিযান চালানো হয়। দুই হলের তিনটি করে ছয়টি রুম সিলগালা করা হয়। জহুরুল হল হলে আমাদের অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের উপস্থিতির আলামত আমরা পেয়েছি, বাতিও জ্বালানো ছিল। আর সলিমুল্লাহ মুসলিম হলে একজন সাধারণ শিক্ষার্থীকে পাওয়া গেছে, প্রভোস্টকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।'

সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ``আমাদের হলে কেউ অবস্থান করেনি। একজন সাধারণ শিক্ষার্থী তালা দেওয়ার কারণে বের হতে না পারায় অবস্থান করে; তাকে বের করে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে হলগেট বন্ধ করে দেওয়া হয়। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।' 

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, `হলের যেসব রুমে অবস্থানের আলামত পাওয়া গেছে, সেগুলো সিলগালা করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত