Ajker Patrika

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ৪৬
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিলেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। আজ বৃহস্পতিবার তিনি রেজিস্ট্রার পদে যোগদান করেন। যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। 

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বঙ্গবন্ধু ও কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন চালানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন। 

উল্লেখ্য, ড. হুমায়ুন ২০১০ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এরই মধ্যে উপাচার্যের পিএস হিসেবেও কাজ করেন তিনি। ২০১১ সাল থেকে সাড়ে আট বছর যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত