Ajker Patrika

সলিমুল্লাহ মুসলিম হলে নতুন শিক্ষার্থী দেওয়া হবে না: উপাচার্য

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
সলিমুল্লাহ মুসলিম হলে নতুন শিক্ষার্থী দেওয়া হবে না: উপাচার্য

ঝুঁকি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) নতুন শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থীকে হলটিতে সংযুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার বিকেলে হলটি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

একই সঙ্গে বারান্দায় যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে রুমে নিয়ে যাওয়া হবে বলেও জানান উপাচার্য। 

আগামী ৫ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেওয়াকে সামনে রেখে প্রস্তুতি দেখতে বেশ কয়েকটি হলে পরিদর্শন করেন তিনি। এ সময় উপাচার্যের সঙ্গে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। 

এর আগে এসএম হল থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সলিমুল্লাহ মুসলিম হলের দক্ষিণ ব্লকের দক্ষিণ ও পশ্চিমের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। উক্ত বারান্দায় কোন প্রকার খাট বা বিছানা জাতীয় ভারী আসবাবপত্র রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বারান্দায় কোন ছাত্র অবস্থান করতে পারবে না। তাই আগামী ৭ অক্টোবরের মধ্যে বারান্দায় রাখা নিজ নিজ বিছানাপত্র ও খাট সমূহ সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ছাত্রদের নির্দেশনা দেওয়া হলো।' 

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, 'হলটি খুবই ঝুঁকিতে আছে। আমরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলাম। সেই কমিটি প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। প্রতিবেদন মতে এই হলে যেই পরিমাণ রুম ও সিট রয়েছে এর বাইরে অতিরিক্ত (বারান্দায় শিক্ষার্থী রাখা) ধারণ ক্ষমতা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে এই হলে নতুন করে কোনো শিক্ষার্থী না দেওয়া। এই হলে নতুন সংযুক্তি দেব না। যাতে হলটি হালকা রাখা যায় নচেৎ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকবে।' 

উপাচার্য বলেন, হল প্রশাসন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে হলের বারান্দায় বা অন্যত্র ঠাসাঠাসি করে কোনো শিক্ষার্থী থাকবে না। আমরা সেটি কোনোক্রমেই গ্রহণ করব না যে কেউ ঝুঁকি নিয়ে বা ঠাসাঠাসি করে থাকবে। হলের বারান্দায় যদি কোনো শিক্ষার্থী অবস্থান করে তবে বড় আকারের কোনো দুর্ঘটনায় আমাদের পড়তে হবে তাই এটি আমাদের সবচেয়ে বড় কনসার্ন। এই বারান্দায় যাতে শিক্ষার্থীদের না রাখতে হয় সে জন্য এই বছর থেকেই এই হলে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেব। একই সঙ্গে ক্রমান্বয়ে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনতে হবে এটিই বিশেষজ্ঞদের মতামত।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত