অতীত ভুলে কেন্দ্রে সরকার গড়তে চান ইমরান খান
অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে প্রস্তুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। গতকাল শনিবার পিটিআই বলেছে, ইমরানের নেতৃত্বাধীন দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ নির্বাচনে সবার চেয়ে এগিয়ে থাকায় পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং কেন্দ্রে ফেডারেল সরকার গঠন করবে।