Ajker Patrika

মা ও ৩ শিশুকে হত্যাকারী নাগরিককে ওমানে ফেরত পাঠাচ্ছে ভারত

মা ও ৩ শিশুকে হত্যাকারী নাগরিককে ওমানে ফেরত পাঠাচ্ছে ভারত

তিন শিশু ও এক নারীকে হত্যার অপরাধে বিচারের জন্য এক নাগরিককে ওমানে ফিরিয়ে দিচ্ছে ভারত। ভারত সরকারের বন্দী প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অভিযুক্তের করা আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

পূর্ব পরিকল্পিত হত্যার দায়ে অভিযুক্ত মজিবুল্লাহ মোহাম্মদ হানিফ, ২০১৯ সালের ৩১ জুলাই এক ওমানের নাগরিক, তাঁর স্ত্রী ও তিন শিশু সন্তানকে তাঁদের নিজ বাড়িতে হত্যা করেন বলে গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার হাইকোর্টে মামলাটির শুনানি হয় বিচারপতি অমিত বনসালের নেতৃত্বাধীন বেঞ্চে। ওমানের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত সরকার প্রত্যর্পণের সিদ্ধান্ত নিয়ে তা চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করেছিলেন হানিফ। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

রায়ে বিচারপতি বনসাল বলেছেন, ওমানের সঙ্গে ভারতের একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তি অনুসারে, উভয় দেশের আইন অনুসারে কমপক্ষে এক বছরের কারাদণ্ড বা এর চেয়ে কঠোর শাস্তিযোগ্য অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি প্রত্যর্পণযোগ্য হবেন।

ওমান কর্তৃপক্ষ অভিযুক্ত ভারতীয়কে আইনিজীবী এবং একজন দোভাষী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত