Ajker Patrika

শ্রীপুরে কাউন্টারে যাত্রী তোলার সময় পেট্রল ছুড়ে বাসে আগুন

শ্রীপুরে কাউন্টারে যাত্রী তোলার সময় পেট্রল ছুড়ে বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে কাউন্টারের সামনে থেকে যাত্রী তোলার সময় রাজা–বাদশা পরিবহনের একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হেলমেট পরে মোটর সাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। আশপাশের মানুষজন ছুটে গিয়ে আগুন নেভায়। 

সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে টের পেয়ে বাস থেকে দ্রুত নেমে যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান। 

ওই পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক অভি আরাফাত অনিক জানান, আগুনে বাসটির সাতটি সিটসহ পেছনের অংশ পুড়ে গেছে। 

কাউন্টারের ব্যবস্থাপক জানান, ময়মনসিংহের ভালুকা থেকে রাজা–বাদশা পরিবহনের পাবনাগামী একটি বাস ১১ জন যাত্রী নিয়ে রাত প্রায় পৌনে ৮টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি কাউন্টারের সামনে দাঁড়ায়। সেখান থেকে যাত্রী তোলার সময় আচমকা হেলমেট পরে মোটর সাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত বাসটির পেছনে পেট্রল ছুড়ে আগুন দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা উত্তর দিকে পালিয়ে যায়। 

মাওনা মহাসড়ক থানার ওসি আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনা শুনেছি। পেছনের কয়েকটি সিট পুড়ে গেছে। পরে চালক বাস নিয়ে চলে যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত