Ajker Patrika

শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে (৯) ধর্ষণের পর হত্যার দায়ে মোশাররফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শিশুটিকে হত্যার পর লাশ গুম করায় আরেক ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা দেন। রায় ঘোষ নাকালে আসামি মোশাররফ আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত মোশাররফ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি নিহত শিশুটির দূর সম্পর্কের দাদা। 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ বলেন, ২০২১ সালের ২২ অক্টোবর মোশারফ মিয়া শিশুটির বাবা মায়ের বাসায় বেড়াতে আসে। পরদিন সকালে শিশুটিকে নাশতা খাওয়ানোর কথা বলে সকালে বাইরে নিয়ে যায়। এরপর থেকেই দুজনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শিশুটির বাবা প্রথমে রূপগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ মোশাররফকে গ্রেপ্তার করলে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। তারই দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার জাঙ্গীর এলাকার আনন্দ হাউজিং এর কাশবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। মামলায় মোট ১১ জন সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তি অনুযায়ী আদালত এই রায় ঘোষণা করেছেন। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত