নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ।
ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।
শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’
এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।
রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ।
ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।
শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’
এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫