নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ।
ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।
শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’
এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।
রাজধানীর বসুন্ধরা এলাকার ৩০০ ফিট এলাকায় তল্লাশির নামে ট্রাক থামিয়ে চালককে অপহরণ ও সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৬০টি ড্রামে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাইয়ের এই অভিযোগ এনেছেন সাভারের নামাবাজার এলাকার শাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদ।
ব্যবসায়ী শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি গ্রুপের মিল থেকে সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড মিলে যাচ্ছিল ট্রাকটি। পথে রাজধানীর বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরিহিত একটি দল তল্লাশির নামে ট্রাকটি থামায়। ট্রাক থামানোর পর চালক মো. বাবুলকে গাড়ির কাগজপত্র দেখাতে বলে তারা। চালক কাগজপত্র দেখাতে গাড়ি থেকে নামলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চালককে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা।
শামীম আরও জানান, সাভার নামা বাজার এলাকায় শাহিন এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সিটি গ্রুপের মিল থেকে ১ লাখ ১ হাজার ১০০ লিটার সয়াবিন তেল নিয়ে চালক বাবুল ট্রাকটি নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিড এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর কোনো সহযোগী ছিল না।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আর ৩০০ ফিটের একটি অংশ খিলক্ষেত থানায় পড়েছে। তারা বিষয়টি জানতে পারে।’
এ বিষয়ে জানতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায় পড়েছে কি না, সেটাও দেখতে হবে।
এদিকে এ ঘটনায় মামলা দায়ের করতে সাভার থেকে শামীম আহমেদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫