Ajker Patrika

রূপগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৮: ৪৮
রূপগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন সরদার (৫০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখাঁ এলাকা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বপন সরদার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বউ বাজার এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার রাত ১০টার দিকে ভাড়া নেওয়ার কথা বলে এক ব্যক্তি কল করে ডেকে নিয়ে যায় স্বপনকে। রাতে আর বাসায় ফেরেননি স্বপন। মোবাইল ফোনও বন্ধ ছিল। আজ সকালে বলাইখাঁ এলাকায় অনিক কম্পোজিট মশারি কারখানার ঝোপের ভেতর স্বপনের মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। তাঁরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ধারণা করছি, রাতে তাঁর ইজিবাইক ছিনিয়ে নিতেই ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকারীই কল করে ডেকে নিয়েছিল, নাকি রাতে অন্য কেউ—এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তে বেড়িয়ে আসবে। ঘাতককে ধরতে আমাদের অভিযান চলছে। নিহতের পরিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত