নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন নকল আয়ুর্বেদিক ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিম গত শনিবার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে কারখানার মালিক মোহাম্মদ জহিরকে (৪০) গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ।
এডিসি আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে নকল ওষুধ তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে এক দিনের রিমান্ডে আনা হয়। গতকাল সোমবার রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ডে কারখানা মালিক মোহাম্মদ জহিরের বক্তব্যের বরাত দিয়ে এডিসি সাইফুর রহমান বলেন, জহির গোয়েন্দা পুলিশকে জানান, তাঁর কারখানায় সাত থেকে আটটি কোম্পানির নকল ওষুধ তৈরি করা হতো। ইউনানি ওষুধ বাজারজাত করা বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল ক্যাপসুল তৈরি করা হতো। প্রতিটি কোম্পানির আলাদা নামের মোড়কের বোতলের ভেতরে একই ক্যাপসুল দিয়ে বাজারে ছাড়া হতো।
সাইফুর রহমান আজাদ আরও বলেন, রিমান্ডে সাত থেকে আটটি প্রতিষ্ঠানের নাম বলেছেন জহির। এসব প্রতিষ্ঠান ইউনানি ওষুধ তৈরি করে বাজারজাত করে। তাদের যে ওষুধ বাজারে বেশি চলে সেগুলোকেই জহিরের কারখানা থেকে নকল করে বাজারে ছাড়া হতো।
তিনি আরও বলেন, এসব ক্যাপসুলের ভেতরে কার্যকরী কোনো উপাদান থাকত না। তারা ইসবগুলের ভুসি ব্যবহার করেছে। এরই মধ্যে ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। জহিরের কাছ থেকে আমরা নতুন কয়েকটি প্রতিষ্ঠানের নাম পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।
গোয়েন্দা পুলিশের অভিযানে আড়াই হাজার নকল ক্যাপসুল, বিপুল পরিমাণ কৌটা, বিভিন্ন কোম্পানির মোড়ক ও নকল ক্যাপসুল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন নকল আয়ুর্বেদিক ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিম গত শনিবার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে কারখানার মালিক মোহাম্মদ জহিরকে (৪০) গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ।
এডিসি আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে নকল ওষুধ তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে এক দিনের রিমান্ডে আনা হয়। গতকাল সোমবার রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ডে কারখানা মালিক মোহাম্মদ জহিরের বক্তব্যের বরাত দিয়ে এডিসি সাইফুর রহমান বলেন, জহির গোয়েন্দা পুলিশকে জানান, তাঁর কারখানায় সাত থেকে আটটি কোম্পানির নকল ওষুধ তৈরি করা হতো। ইউনানি ওষুধ বাজারজাত করা বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল ক্যাপসুল তৈরি করা হতো। প্রতিটি কোম্পানির আলাদা নামের মোড়কের বোতলের ভেতরে একই ক্যাপসুল দিয়ে বাজারে ছাড়া হতো।
সাইফুর রহমান আজাদ আরও বলেন, রিমান্ডে সাত থেকে আটটি প্রতিষ্ঠানের নাম বলেছেন জহির। এসব প্রতিষ্ঠান ইউনানি ওষুধ তৈরি করে বাজারজাত করে। তাদের যে ওষুধ বাজারে বেশি চলে সেগুলোকেই জহিরের কারখানা থেকে নকল করে বাজারে ছাড়া হতো।
তিনি আরও বলেন, এসব ক্যাপসুলের ভেতরে কার্যকরী কোনো উপাদান থাকত না। তারা ইসবগুলের ভুসি ব্যবহার করেছে। এরই মধ্যে ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। জহিরের কাছ থেকে আমরা নতুন কয়েকটি প্রতিষ্ঠানের নাম পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।
গোয়েন্দা পুলিশের অভিযানে আড়াই হাজার নকল ক্যাপসুল, বিপুল পরিমাণ কৌটা, বিভিন্ন কোম্পানির মোড়ক ও নকল ক্যাপসুল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫