Ajker Patrika

ক্যালসিয়াম ক্যাপসুলের ভেতরে ইসবগুলের ভুসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যালসিয়াম ক্যাপসুলের ভেতরে ইসবগুলের ভুসি

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন নকল আয়ুর্বেদিক ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিম গত শনিবার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে কারখানার মালিক মোহাম্মদ জহিরকে (৪০) গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। 

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ। 

এডিসি আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে নকল ওষুধ তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে এক দিনের রিমান্ডে আনা হয়। গতকাল সোমবার রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ডে কারখানা মালিক মোহাম্মদ জহিরের বক্তব্যের বরাত দিয়ে এডিসি সাইফুর রহমান বলেন, জহির গোয়েন্দা পুলিশকে জানান, তাঁর কারখানায় সাত থেকে আটটি কোম্পানির নকল ওষুধ তৈরি করা হতো। ইউনানি ওষুধ বাজারজাত করা বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল ক্যাপসুল তৈরি করা হতো। প্রতিটি কোম্পানির আলাদা নামের মোড়কের বোতলের ভেতরে একই ক্যাপসুল দিয়ে বাজারে ছাড়া হতো। 

সাইফুর রহমান আজাদ আরও বলেন, রিমান্ডে সাত থেকে আটটি প্রতিষ্ঠানের নাম বলেছেন জহির। এসব প্রতিষ্ঠান ইউনানি ওষুধ তৈরি করে বাজারজাত করে। তাদের যে ওষুধ বাজারে বেশি চলে সেগুলোকেই জহিরের কারখানা থেকে নকল করে বাজারে ছাড়া হতো। 

তিনি আরও বলেন, এসব ক্যাপসুলের ভেতরে কার্যকরী কোনো উপাদান থাকত না। তারা ইসবগুলের ভুসি ব্যবহার করেছে। এরই মধ্যে ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। জহিরের কাছ থেকে আমরা নতুন কয়েকটি প্রতিষ্ঠানের নাম পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। 

গোয়েন্দা পুলিশের অভিযানে আড়াই হাজার নকল ক্যাপসুল, বিপুল পরিমাণ কৌটা, বিভিন্ন কোম্পানির মোড়ক ও নকল ক্যাপসুল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত