Ajker Patrika

লাথি মেরে ফেলে দিয়ে বাস চাপায় হত্যার ঘটনায় চালক গ্রেপ্তার

লাথি মেরে ফেলে দিয়ে বাস চাপায় হত্যার ঘটনায় চালক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে হাইওয়ে মিনিবাস থেকে এক ব্যক্তিকে লাথি মেরে বাসের নিচে পিষে মারার ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসএম মাইদুল ইসলাম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১। 

গ্রেপ্তার তাকওয়া পরিবহনের বাসটির চালক মো. শহিদ (২৪) মাদারীপুর জেলার সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মো. কালাম ব্যাপারীর ছেলে। 

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানির পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসএম মাইদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার (২৩ জুন) শ্রমিক শহিদুল্লাহকে বাসের নিচে চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালীপাড়া এলাকার জনৈক তাইজ উদ্দিনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তরের জন্য পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় এক পোশাক কর্মীকে বাস থেকে লাথি মেরে ফেলে দেন চালকের সহকারী। এরপর তাঁর ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যান চালক। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করেছেন। বাসটির চালকের সহকারীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত