নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনে দানবাক্সের টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে মিশনের মহারাজকে হত্যাচেষ্টার খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হত্যাচেষ্টার খবরটি গুজব বলে জানিয়েছেন মিশনের মহারাজ স্বামী একনাথনন্দ।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মিশনের প্রণামি বাক্সের টাকা চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় মিশনের নিরাপত্তায় মোতায়েন থাকা শিক্ষার্থীরা মিশনেরই এক কর্মচারীকে আটক করে। তবে পালিয়ে যান আরেক কর্মচারী। টাকা চুরির এই ঘটনা ফুলে ফেঁপে পরিণত হয় স্বামী একনাথনন্দকে হত্যাচেষ্টার গুজব।
আটককৃত কর্মচারী কিশোর, বয়স ১৫ বছর। পালিয়ে যাওয়া অপর কর্মচারীও কিশোর (১৫)। উভয়েই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বলে নিশ্চিত করেছেন মিশন আশ্রমের কর্মকর্তারা।
শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দারা বলছেন, রাতে মিশনের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে পালানোর চেষ্টা করে দুই কর্মচারী। আশ্রম ছাত্রাবাসের শিক্ষার্থীরা ধাওয়া দিলে দুই কর্মচারী আত্মগোপন করে। এর মধ্যে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী রাতভর আশ্রম পাহারা দেয় এবং সকালে মিশনের পাশে অবস্থিত শ্রম কল্যাণ ভবনের ঝোপ থেকে টাকাসহ এক কর্মচারীকে আটক করে।
মিশন কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত দুই কিশোর ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তারা খাগড়াছড়ি জেলার বাসিন্দা। তবে তাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কোনো কপি রাখেনি আশ্রম কর্তৃপক্ষ।
রামকৃষ্ণ মিশন আশ্রম সংলগ্ন এলাকার এক বাড়ির মালিক শফিউদ্দিন বলেন, ‘আমরা শুনেছি, আশ্রমের মহারাজকে গলা চেপে হত্যার চেষ্টা করেছে তাঁর দুই কর্মচারী। মিশনে এসে জানতে পারলাম এমন কিছু হয়নি। আমার মতো অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরাও এমন গুজব শুনে ভয় পেয়েছে।’
রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী একনাথনন্দ বলেন, ‘আমাদের আশ্রমের দুই কর্মচারী প্রণামি বাক্সের টাকা চুরি করে পালানোর চেষ্টা করেছিল। তখন আশ্রমের ভেতরে পাহারায় থাকা স্টাফ ও শিক্ষার্থীরা তাদের দেখে ফেললে ওই দুই কিশোর দেয়াল টপকে পালিয়ে যায়। এর মধ্যে এক কর্মচারীকে আটক করেছে এলাকার লোকজন। তাকে আমাদের হেফাজতে রাখা হয়েছে।’
আশ্রমের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নে মহারাজ বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি। আমাদের এখানে ৪ / ৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোর কাজ করত, তাদের পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নেই। এই ঘটনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের আর কাজে রাখা হবে না।’
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনে দানবাক্সের টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে মিশনের মহারাজকে হত্যাচেষ্টার খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হত্যাচেষ্টার খবরটি গুজব বলে জানিয়েছেন মিশনের মহারাজ স্বামী একনাথনন্দ।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মিশনের প্রণামি বাক্সের টাকা চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় মিশনের নিরাপত্তায় মোতায়েন থাকা শিক্ষার্থীরা মিশনেরই এক কর্মচারীকে আটক করে। তবে পালিয়ে যান আরেক কর্মচারী। টাকা চুরির এই ঘটনা ফুলে ফেঁপে পরিণত হয় স্বামী একনাথনন্দকে হত্যাচেষ্টার গুজব।
আটককৃত কর্মচারী কিশোর, বয়স ১৫ বছর। পালিয়ে যাওয়া অপর কর্মচারীও কিশোর (১৫)। উভয়েই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বলে নিশ্চিত করেছেন মিশন আশ্রমের কর্মকর্তারা।
শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দারা বলছেন, রাতে মিশনের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে পালানোর চেষ্টা করে দুই কর্মচারী। আশ্রম ছাত্রাবাসের শিক্ষার্থীরা ধাওয়া দিলে দুই কর্মচারী আত্মগোপন করে। এর মধ্যে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী রাতভর আশ্রম পাহারা দেয় এবং সকালে মিশনের পাশে অবস্থিত শ্রম কল্যাণ ভবনের ঝোপ থেকে টাকাসহ এক কর্মচারীকে আটক করে।
মিশন কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত দুই কিশোর ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তারা খাগড়াছড়ি জেলার বাসিন্দা। তবে তাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কোনো কপি রাখেনি আশ্রম কর্তৃপক্ষ।
রামকৃষ্ণ মিশন আশ্রম সংলগ্ন এলাকার এক বাড়ির মালিক শফিউদ্দিন বলেন, ‘আমরা শুনেছি, আশ্রমের মহারাজকে গলা চেপে হত্যার চেষ্টা করেছে তাঁর দুই কর্মচারী। মিশনে এসে জানতে পারলাম এমন কিছু হয়নি। আমার মতো অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরাও এমন গুজব শুনে ভয় পেয়েছে।’
রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী একনাথনন্দ বলেন, ‘আমাদের আশ্রমের দুই কর্মচারী প্রণামি বাক্সের টাকা চুরি করে পালানোর চেষ্টা করেছিল। তখন আশ্রমের ভেতরে পাহারায় থাকা স্টাফ ও শিক্ষার্থীরা তাদের দেখে ফেললে ওই দুই কিশোর দেয়াল টপকে পালিয়ে যায়। এর মধ্যে এক কর্মচারীকে আটক করেছে এলাকার লোকজন। তাকে আমাদের হেফাজতে রাখা হয়েছে।’
আশ্রমের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নে মহারাজ বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি। আমাদের এখানে ৪ / ৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোর কাজ করত, তাদের পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নেই। এই ঘটনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের আর কাজে রাখা হবে না।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫