Ajker Patrika

শ্রীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৫: ১৯
শ্রীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গত ৩ জানুয়ারি সন্ধ্যার ওই ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে এই মামলা করেন। ভুক্তভোগী পোশাক শ্রমিক (১৫) শ্রীপুরের বাসিন্দা।

অভিযুক্ত মো. রিপন মিয়া (২০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব এবং হাবিবউল্লাহ (১৮) একই উপজেলার ডালেশ্বহর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী পোশাকশ্রমিক আজকের পত্রিকাকে বলেছে, ‘অভিযুক্ত যুবক আমার পূর্ব পরিচিত। আমার সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা হতো। কথাবার্তার একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে আমাকে সে বিয়ের প্রস্তাব দেয়। গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে আমাকে বিয়ে করবে বলে ডেকে নেয়। মোটরসাইকেলে কাজি অফিসে না গিয়ে উপজেলার গারোভিটা নামক নির্জন স্থানে নিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণে সহযোগিতা করেন হাবিবুল্লাহ।’

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের পর স্থানীয় একটি বাড়িতে ফেলে চলে যায় অভিযুক্তরা। এরপর ওই বাড়ির লোকজন আমার মেয়েকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেলে আমাকে খবর দেয়। আমি গিয়ে মেয়ের কাছ থেকে সব শুনে তাকে বাড়িতে নিয়ে আসি। পরে গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত