Ajker Patrika

চবি শাটলে ফের ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১  

চবি প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ২২: ৪১
চবি শাটলে ফের ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১  

দুই মাসের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ফের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাবুল নামের একজনকে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত মো. বাবুলের বাড়ি সিলেটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পাশাপাশি রেলওয়ে থানায়ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থীর বিভাগের সভাপতি আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের জানিয়েছে সকালে শাটল ট্রেনের জন্য স্টেশনে ছিল। এমন সময় একটা লোক এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। এ সময় সে ৯৯৯ নম্বরে কল দিয়েছিল। পরে লোকটিকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা থেকে আপসে মীমাংসা করতে বলা হয়। সে আমাদেরকে জানিয়েছে বিষয়টা। আমরা প্রক্টোরিয়াল বডিকে ও থানায় অভিযোগ দিতে বলেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের একজন সহকারী প্রক্টর থানায় গিয়ে বিষয়টি তদারকি করছেন।’ 

জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ঘটনায় একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

প্রসঙ্গত, এর আগে গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের চলন্ত শাটল ট্রেনে বহিরাগত বখাটের হাতে আরেক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত