Ajker Patrika

নকল স্বর্ণের বার দিয়ে আসল স্বর্ণসহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
নকল স্বর্ণের বার দিয়ে আসল স্বর্ণসহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামের রাউজানে এক নারীর কাছ থেকে প্রতারক চক্র নকল স্বর্ণের বার দিয়ে আসল স্বর্ণসহ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের এম. জে স্কয়ার কমিউনিটি সেন্টার সংলগ্ন পাইপের গোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী নাম রুশনী আকতার। তিনি রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী। 

ভুক্তভোগী রুশনী আকতার বলেন, ‘আমার ছেলে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাফায়েত উদ্দিন (১৩) খেলার ছলে স্কুলের জানালায় উঠেছিল। সেখান থেকে পড়ে গিয়ে তাঁর বাম হাত ভেঙে যায়। চিকিৎসার জন্য মুন্সিরঘাটায় একটি ডায়াগনস্টিক সেন্টারে যাই। সেখানে গিয়ে জানতে পারি হাতের প্লাস্টার করার জন্য সাড়ে হাজার টাকা প্রয়োজন। পরে ছেলেকে সেখানে রেখে বাড়িতে গিয়ে টাকা নিয়ে জানালী হাট থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠি। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের এম. জে স্কয়ার কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় গিয়ে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে ২২ ক্যারেট লেখা সংবলিত একটি নকল স্বর্ণের বার (তামার বার), ৬০০ টাকাসহ একটি চিরকুট পড়ে শুনিয়ে ফাঁদে ফেলে তিন আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ছেলের চিকিৎসা ও ঘর খরচের জন্য ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা।’ 

এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার উপপরিদর্শক (এস. আই) অজয় দেব শীল বলেন, ‘এখনো পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত